img

ইসরাইলি হামলায় নিহতের আগে যে বার্তা দিয়ে গেলেন ফিলিস্তিনি কবি

প্রকাশিত :  ০৯:৪০, ২৬ অক্টোবর ২০২৩

ইসরাইলি হামলায় নিহতের আগে যে বার্তা দিয়ে গেলেন ফিলিস্তিনি কবি

ইহুদিবাদী, দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের উদীয়মান ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। গত ২০ অক্টোবর রাতে গাজার দক্ষিণাঞ্চলে নিজ বাড়িতে প্রাণ হারান ৩২ বছর বয়সি এ লেখক। 

হিবা আবু নাদার প্রথম উপন্যাস ‘দার দিওয়ান’ বা ‘মৃতের জন্য অক্সিজেন নয়’ তাকে আলোচনায় নিয়ে আসে। এই উপন্যাসের জন্য ২০১৭ সালে তাকে দেওয়া হয় মধ্যপ্রাচ্যের সম্মানজনক সৃজনশীল `শারজা পদক`।

নাদা ১৯৯১ সালে সৌদি আরবের মক্কায় জন্মেছিলেন। গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে সম্মান ডিগ্রি এবং ক্লিনিকেল নিউট্রিশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন। 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় হিবা আবু নাদার মৃত্যুর খবরটি প্রকাশ করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ রাজনৈতিক বিশ্লেষক আবদালহাদি আলিজা। নাদা সর্বশেষ টুইট করেছিলেন ইসরাইলের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। 

গাজাজুড়ে ইসরাইলি হামলার সেই রাতে নিজের মাতৃভাষায় হিবা লিখেছিলেন- ‘যদি আমরা হামলায় মৃত্যুও হয়ে থাকে তবে জেনে রাখুন যে আমরা আত্মসন্তুষ্ট, সত্যে অবিচল ছিলাম এবং আমাদের পক্ষ থেকে জেনে নিও যে আমরা সত্যের অনুসারী মানুষ। গাজায় রাতগুলো রকেটের ঝলকানি ছাড়া এখন অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া অনেক নীরব, প্রার্থনার প্রশান্তি ছাড়া ভয়ঙ্কর এবং শহিদদের নূর ছাড়া কালো আর অন্ধকার। শুভ রাত্রি, গাজা।’

হিবার মৃত্যুর পরে বারবার কেঁদে উঠছে ফিলিস্তিনিদের হৃদয়। তার কবিতা, শেষ টুইটবার্তা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হিবার লেখা কবিতা উচ্চারিত হচ্ছে শোকার্ত গাজাবাসীর কণ্ঠে। সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই পোস্ট করছেন তার লেখা কবিতা। মৃত্যুর পর তার ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো...

‘আমরা এখন সপ্তম স্বর্গে

সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর। 

রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছেন রোগী আর চিকিৎসকরা। 

শিক্ষকরা শিশুদের ওপর আর রাগছে না, 

পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা। 

ক্যামেরায় স্বর্গের ফটো তুলছেন রিপোর্টাররা। 

আর কবিরা, যারা অমর প্রেমের গান গাই—

সবাই গাজার বাসিন্দা। 

স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা

যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’

img

কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত

প্রকাশিত :  ০৮:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হামলায় আহত হয়েছেন। দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিনটি সূত্র জানিয়েছে,  তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন।

সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল এএফপিকে বলেন, রাষ্ট্রপ্রধান রাজধানী মোরোনির উপকণ্ঠে একটি এলাকা সালিমানি-ইতসান্দ্রায় হামলার শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বিপদমুক্ত।

দেশটির প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, প্রেসিডেন্ট আজালি আসুমানি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে সামান্য আহত হন। সূত্রটি বলেছে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আরও দুটি সূত্র নিশ্চিত করেছে যে হামলার সময় প্রেসিডেন্ট সামান্য আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি দ্বিতীয় সূত্র এএফপিকে বলেছে, প্রেসিডেন্ট যথাযথ সেবা পেয়েছেন। তিনি বিপদমুক্ত। সূত্রটি যোগ করেছে যে আক্রমণকারী একজন তরুণ অ্যাকটিভ-ডিউটি জেন্ডারমে যিনি ২০২২ সালে নিয়োগ পান।

৬৫ বছর বয়সী আজালি একজন সাবেক সামরিক শাসক। তিনি ১৯৯৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের পর একটি বিতর্কিত ভোটের পর তিনি পুননির্বাচিন হন। তার বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে।