ইসরাইলি হামলায় নিহতের আগে যে বার্তা দিয়ে গেলেন ফিলিস্তিনি কবি
ইহুদিবাদী, দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের উদীয়মান ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। গত ২০ অক্টোবর রাতে গাজার দক্ষিণাঞ্চলে নিজ বাড়িতে প্রাণ হারান ৩২ বছর বয়সি এ লেখক।
হিবা আবু নাদার প্রথম উপন্যাস ‘দার দিওয়ান’ বা ‘মৃতের জন্য অক্সিজেন নয়’ তাকে আলোচনায় নিয়ে আসে। এই উপন্যাসের জন্য ২০১৭ সালে তাকে দেওয়া হয় মধ্যপ্রাচ্যের সম্মানজনক সৃজনশীল `শারজা পদক`।
নাদা ১৯৯১ সালে সৌদি আরবের মক্কায় জন্মেছিলেন। গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে সম্মান ডিগ্রি এবং ক্লিনিকেল নিউট্রিশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় হিবা আবু নাদার মৃত্যুর খবরটি প্রকাশ করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ রাজনৈতিক বিশ্লেষক আবদালহাদি আলিজা। নাদা সর্বশেষ টুইট করেছিলেন ইসরাইলের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে।
গাজাজুড়ে ইসরাইলি হামলার সেই রাতে নিজের মাতৃভাষায় হিবা লিখেছিলেন- ‘যদি আমরা হামলায় মৃত্যুও হয়ে থাকে তবে জেনে রাখুন যে আমরা আত্মসন্তুষ্ট, সত্যে অবিচল ছিলাম এবং আমাদের পক্ষ থেকে জেনে নিও যে আমরা সত্যের অনুসারী মানুষ। গাজায় রাতগুলো রকেটের ঝলকানি ছাড়া এখন অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া অনেক নীরব, প্রার্থনার প্রশান্তি ছাড়া ভয়ঙ্কর এবং শহিদদের নূর ছাড়া কালো আর অন্ধকার। শুভ রাত্রি, গাজা।’
হিবার মৃত্যুর পরে বারবার কেঁদে উঠছে ফিলিস্তিনিদের হৃদয়। তার কবিতা, শেষ টুইটবার্তা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হিবার লেখা কবিতা উচ্চারিত হচ্ছে শোকার্ত গাজাবাসীর কণ্ঠে। সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই পোস্ট করছেন তার লেখা কবিতা। মৃত্যুর পর তার ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো...
‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছেন রোগী আর চিকিৎসকরা।
শিক্ষকরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা।
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছেন রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গাই—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’