img

পর্দায় জমজমাট রসায়ন, তবে বাস্তবে সুযোগ পেলেও দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন?

প্রকাশিত :  ১১:৩৬, ২৯ অক্টোবর ২০২৩

পর্দায় জমজমাট রসায়ন, তবে বাস্তবে সুযোগ পেলেও দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন?

বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরেই ২০০৭ সালে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকোনের। ফারহা খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।

ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল নবাগতা দীপিকাকে। ওই ছবিতে বাদশার সঙ্গে জুটিও বেঁধেছিলেন দীপিকা। সেই থেকে শুরু। তার পরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে হালের ‘পাঠান’, ‘জওয়ান’-এও দেখা জুটি হিসাবে দেখা গিয়েছে শাহরুখ ও দীপিকাকে। পর্দায় তাঁদের রসায়ন প্রায় প্রশ্নাতীত। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দীপিকা-শাহরুখের রসায়নে তার এতটুকু প্রভাব পড়েনি। বরং, দিন দিন আরও জমাটি হচ্ছে তাঁদের সমীকরণ। পর্দায় এত জমজমাট সমীকরণ সত্ত্বেও বাস্তবে কখনও সুযোগ পেলেও নাকি দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন জানেন?

তাঁর জন্য যে দীপিকা ভীষণ ‘স্পেশাল’, তা নিজে মুখেই একাধিক বার স্বীকার করেছেন বাদশা। শুধু স্পেশালই নন, দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’ও বটে। দীপিকা থাকলেই শাহরুখের ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করে, এমনই বিশ্বাস শাহরুখের। তা সত্ত্বেও দীপিকার সঙ্গে কেন প্রেম করতে রাজি নন শাহরুখ? ‘কফি উইথ কর্ণ’-এর এক পর্বে কর্ণ জোহর শাহরুখকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম— সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন তিনি? সময় নষ্ট না করেই শাহরুখ উত্তর দেন, ‘‘আমি ওদের দু’জনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি না ‘কফি উইথ কর্ণ’-এ ওদের পর্বটা না দেখতাম। এখন তো আমি ভয় পাচ্ছি! প্রেমের পরে বিচ্ছেদ হলে ওরা যদিও ওই ভাবে আমার নামে নিন্দা করে, তাহলে তো আমি মরেই যাব!’’

প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। বলিপাড়ায় কানাঘুষো, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সোনমের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। এমনকি, ওই অনুষ্ঠানে দীপিকা এমন মন্তব্যও করে বসেন যে, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। হাসতে হাসতে দীপিকার কথায় সায় দিয়েছিলেন সোনমও।

img

পৃথিবীতে খারাপ মা-ও আছে: পপি

প্রকাশিত :  ০৫:৫২, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৫৯, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

ঢালিউডের অনিন্দ্য সুন্দরীর চিত্রনায়িকা পপি। একসময়ের তুমুল জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীর্ঘদিন ধরে রয়েছেন পর্দার আড়ালে। তবে হঠাৎ করেই নিজেকে প্রকাশ্যে এলেন তিনি।

পপির অনুপস্থিতিকে প্রথম দিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ।

সম্প্রতি পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন ফিরোজা পারভীন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছে। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।

এদিকে অনেক দিন পর নিজেকে ক্যামেরার সামনে প্রকাশ করলেন পপি। নিজের জীবনের অনেক অজানা বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না।