img

‘নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি’

প্রকাশিত :  ১১:৫১, ২৯ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট: ১২:০২, ২৯ অক্টোবর ২০২৩

‘নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি’

শুক্রবার (২৭ অক্টোবর) ছিল ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির জন্মদিন। চলতি বছর স্বামী রাকিব সরকার এবং ছেলে ফারিশকে সঙ্গে নিয়ে জন্মদিনে সেরা সময় কাটিয়েছেন এই নায়িকা। শুধু তিনি নন, মায়ের জন্মদিনে ফারিশও বেশ উপভোগ করেছে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের জন্মদিন ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন মাহি। এ সময় তিনি বলেন, এবারের জন্মদিনে তার সেরা উপহার রাকিব ও ফারিশ। তাদের দুজনকে পাশে নিয়ে কেক কেটেছেন তিনি। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না মাহির কাছে।

মাহি বলেন, মানুষ যখন ভালো থাকে, তখন ভবিষ্যতে কী হবে, এসব ভাবে না। ২০১২ সালে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় এসেছিলাম। এরপর দর্শকদের টানা ভালো ভালো কাজ উপহার দিয়েছি। তবে ওই সময়টা আমি ভালোভাবে উপভোগই করিনি। এখন এসে সেটি উপলব্ধি করতে পারছি। ওই সময়গুলো অনেক ভালো ছিল।

চলচ্চিত্রে ইতোমধ্যে এক যুগ কেটে গেছে মাহির। এক যুগের প্রাপ্তি হিসেবে তিনি কি পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহিয়া মাহি হতে পেরেছি, আমার নাম বললে সবাই চেনেন, এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন, মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার তাদের সবাই কিন্তু চেনেন না। আমি মাঝেমধ্যে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে চিনতে পারেন। এটিও চলচ্চিত্রে ১২ বছরের অবদান।

নতুন কাজের প্রসঙ্গে মাহি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু-তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই। ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।


img

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর

প্রকাশিত :  ১০:০৩, ১৩ জুলাই ২০২৫

শানায়া কাপুর, বলিউডে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের এ তনয়া।

শানায়া শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন । 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। 

তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।