img

‘নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি’

প্রকাশিত :  ১১:৫১, ২৯ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট: ১২:০২, ২৯ অক্টোবর ২০২৩

‘নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি’

শুক্রবার (২৭ অক্টোবর) ছিল ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির জন্মদিন। চলতি বছর স্বামী রাকিব সরকার এবং ছেলে ফারিশকে সঙ্গে নিয়ে জন্মদিনে সেরা সময় কাটিয়েছেন এই নায়িকা। শুধু তিনি নন, মায়ের জন্মদিনে ফারিশও বেশ উপভোগ করেছে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের জন্মদিন ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন মাহি। এ সময় তিনি বলেন, এবারের জন্মদিনে তার সেরা উপহার রাকিব ও ফারিশ। তাদের দুজনকে পাশে নিয়ে কেক কেটেছেন তিনি। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না মাহির কাছে।

মাহি বলেন, মানুষ যখন ভালো থাকে, তখন ভবিষ্যতে কী হবে, এসব ভাবে না। ২০১২ সালে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় এসেছিলাম। এরপর দর্শকদের টানা ভালো ভালো কাজ উপহার দিয়েছি। তবে ওই সময়টা আমি ভালোভাবে উপভোগই করিনি। এখন এসে সেটি উপলব্ধি করতে পারছি। ওই সময়গুলো অনেক ভালো ছিল।

চলচ্চিত্রে ইতোমধ্যে এক যুগ কেটে গেছে মাহির। এক যুগের প্রাপ্তি হিসেবে তিনি কি পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহিয়া মাহি হতে পেরেছি, আমার নাম বললে সবাই চেনেন, এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন, মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার তাদের সবাই কিন্তু চেনেন না। আমি মাঝেমধ্যে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে চিনতে পারেন। এটিও চলচ্চিত্রে ১২ বছরের অবদান।

নতুন কাজের প্রসঙ্গে মাহি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু-তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই। ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।


img

দক্ষিণের রাজকুমারী শ্রীলীলার বলিউডে অভিষেক

প্রকাশিত :  ১০:১৯, ১১ অক্টোবর ২০২৪

অভিনেত্রী শ্রীলীলা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত । মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।

এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত \'গুটুর কারাম\' চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।

অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার  শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।

২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা \'কিস\' এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে

অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে \'পেলু সান্দাদি\', \'ধামাকা\', \'ভগবন্ত কেশরী, \'এক্সট্রা অর্ডিনারি ম্যান\' ইত্যাদি।