img

দীপিকাকে নকল করে ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার নুসরাত

প্রকাশিত :  ১০:১০, ৩০ অক্টোবর ২০২৩

দীপিকাকে নকল করে ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার নুসরাত

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছেন । বাস্তব জীবনে স্বামী-স্ত্রী এই জুটি অনুষ্ঠানে তাদের ব্যক্তিজীবনের অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। যেখানে দীপিকার একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে এই নায়িকা জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এটা নিয়েই  চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়।

এদিকে নেট দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। সমালোচনা যেন গায়েই মাখছেন না তিনি। রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন তিনি। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।’

দীপিকার এই ভিডিও তৈরির পর তাকে নকল করে একই স্টাইলে ভিডিও বানান টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে রীতিমতো দীপিকাকেই অনুসরণ করতে দেখা যায় তাকে। 

তবে বাঙালি অভিনেত্রীর এই ভিডিও দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি। নুসরাতের ঠোঁট নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তারা। 

একজন লিখেছেন, ‘দীপিকাকে নকল করবে এবার সবাই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকাকে দেখে ক্ষেপেছে। নকল করছে। ঠোঁটে যেন মৌমাছি কামড়েছে।’ কারও মন্তব্য, ‘সার্জারি করে ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন নুসরাত।’

যদিও এসব কোনো মন্তব্যরই জবাব দেননি অভিনেত্রী। বরং ভিডিওটি তৈরি করে যে নিজেও খুব উপভোগ করেছেন সেটাই বোঝা গেছে তার ক্যাপশনে। যেখানে নুসরাত লিখেছেন, ‘এটা তো করে দেখতেই হতো, বেশ মজার ব্যাপার।’

img

ঢাকায় আজ জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত

প্রকাশিত :  ০৭:৩১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে  ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।\r\n\r\nশেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।\r\n\r\nআয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।\r\n\r\nজেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।\r\n\r\n‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। \r\n\r\n

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।

শেষদিন হিসেবে আজ অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে আজ  সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।