img

দিনদিন রসাতলে যাচ্ছে প্রথম আলো: বর্ষা

প্রকাশিত :  ০৭:৫৯, ৩১ অক্টোবর ২০২৩

দিনদিন রসাতলে যাচ্ছে প্রথম আলো: বর্ষা

সোমবার (৩০ অক্টোবর) ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন’- এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে প্রথম আলো অনলাইন। খবরটি প্রকাশের পর অনন্ত জালিল জানান এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আর তার স্ত্রী বর্ষা প্রথম আলোর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন।

প্রথম আলোর সমালোচনা করে বর্ষা বলেন, দিনদিন রসাতলে যাচ্ছে প্রথম আলো!! যোগ্যতা হীন সাংবাদিক, সত্যিকার অর্থে হলুদ সাংবাদিক দিয়ে প্রতিষ্ঠান চালালে যা হয়।

 প্রথম আলোর সংবাদে বলা হয়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই অনন্ত জলিলের গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এরপর ফেসবুক পোস্টে অনন্ত জলিল বলেন, ‘আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে  অবস্থিত।’

অনন্ত জলিল বলেন, এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রফতানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি।

 উল্লেখ্য, অনন্তের ফেসবুক পোস্টের পর প্রথম আলো তাদের সংবাদটির সংশোধনী দেয়।

img

ঘুমের মধ্যেই রহস্যজনক মৃত্যু নবাগত নায়িকা মেঘলার

প্রকাশিত :  ০৯:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নতুন অভিনেত্রী সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এ অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ চুক্তিবদ্ধ হয়ে করবেন এমনটিই জানিয়েছিলেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা।

তবে স্বপ্নপূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মেঘলার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা। রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা।

রুখসানা বলেন, ‘রাতে ঘুমানোর আগে আপু বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি।

ঢাকার শ্যামলীতে বসবাস করতেন মেঘলা। তবে শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি।

এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল কোথায়; তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।