img

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় সমাজসেবা কর্মকর্তাসহ আহত ৯

প্রকাশিত :  ১০:৫১, ০১ নভেম্বর ২০২৩

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় সমাজসেবা কর্মকর্তাসহ আহত ৯

ইলিশ রক্ষা অভিযানে ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকতা ও দুই আনসার সদস্যসহ ৯ জন । মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর পালট গ্রামে এ ঘটনা ঘটে।বুধবার (১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় অর্ধশত জেলেকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালি নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলেরা হামলা চালায়।

এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের গালুয়া ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল, সহকারি শামিম আহত হন। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লখ্যপূর্বক আরও ৩০/৩৫ জনকে আসামী করে মোট ৪৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

img

আছিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াত, জানালেন আমির

প্রকাশিত :  ০৭:৫৮, ১৬ মার্চ ২০২৫

মাগুরায় নির্যাতনের শিকার হয়ে সিএমএইচে মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী।

এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।

জামায়াত আমির আরো লিখেছেন, ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সবার কাছে দোয়ার আবেদন, আল্লাহ তায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন।

আমিন।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মৃত্যুর পর মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।