img

হিজবুল্লাহর হাতে আসছে ওয়াগনারের ক্ষেপণাস্ত্র

প্রকাশিত :  ০৬:৫১, ০৩ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৭:৩০, ০৩ নভেম্বর ২০২৩

হিজবুল্লাহর হাতে আসছে ওয়াগনারের ক্ষেপণাস্ত্র

এমনিতেই বহুমুখী আক্রমণ সামাল দিতে গিয়ে  চাপে আছে ইসরাইলি বাহিনী। এর মধ্যেই এবার জানা গেছে, বর্তমানে হামাসের পাশাপাশি ইসরাইলের সঙ্গে সংঘাতে লিপ্ত হিজবুল্লাহকে আধুনিক ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ওয়াগনার গ্রুপ।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন যে, রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ ইসরাইলের সঙ্গে সংঘর্ষের পর লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে উন্নত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম (ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা) দেয়ার প্রস্তুতি নিচ্ছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে নিউ ইয়র্ক পোস্ট জানায়, মার্কিন কর্মকর্তারা বর্তমানে হিজবুল্লাহকে ওয়াগনার গ্রুপের ‘এসএ-২২’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার বিষয়টি (সম্ভাব্য) পর্যবেক্ষণ করছেন। 

যদিও এ বিষয়ে রাশিয়া কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ‘এসএ-২২’ এখনও লেবাননে পাঠানো হয়নি। কিন্তু হিজবুল্লাহ এবং ওয়াগনারের কয়েকজন সদস্য এ বিষয়ে আলোচনা করতে বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন।

সরবরাহ করা হলে এটি লেবানন হয়ে গাজায় নিয়ে যাওয়া হতে পারে বলেও শঙ্কা যুক্তরাষ্ট্রের। কারণ, সেক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠেবে হামাস। 

এদিকে শুধু হামাস আর হিজবুল্লাহ নয়; হুতি বিদ্রোহীরাও হামলা চালানো শুরু করেছে ইসরাইলে। আবার হিজবুল্লাহর সঙ্গে ইরান-সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেড যোগ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। সব মিলিয়ে বেশ চাপের মুখেই পড়েছে ইসরাইলি বাহিনী।

 বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, 

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সহায়তার অংশ হিসেবে সিরিয়ায় মোতায়েনরত ইরান-সমর্থিত গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেডের সদস্যদের দক্ষিণ লেবাননে স্থানান্তর করা হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক ঘোষণায় তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ধারাবাহিক ব্যর্থতার পর জুলফিকার নামে এক কমান্ডারের নেতৃত্বে ইরানের ইমাম হোসেন ব্রিগেড দক্ষিণ লেবাননে পৌঁছেছে।’


img

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ লাশ উদ্ধার, নিহত ছাড়াল ৪৮ হাজার ১৮০

প্রকাশিত :  ০৫:১৪, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:১৭, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

বর্বর ইসরাইল কর্তৃক অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ২০০ জনে পৌঁছেছে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ২২ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ১৮১ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আরও ৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৩৮ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে ৫৭২ জনের লাশ উদ্ধার করেছেন।

তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।