img

বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে 'টাইগার থ্রি'

প্রকাশিত :  ০৫:২৩, ০৫ নভেম্বর ২০২৩

বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে 'টাইগার থ্রি'

মুক্তি প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা স্পাই অ্যাকশন থ্রিলার ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ১২ নভেম্বর। একাধিক ফ্লপের পর এই সিনেমা দিয়ে ‘কামব্যাক’ করবেন সালমান এমন ধারণা সিনেমা বোদ্ধাদের। 

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার পর সালমানের এই সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তির একই দিনে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে তোড়জোড় চালানো হচ্ছে। বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া। এনটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র বলছেন, আগামী সপ্তাহে যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে ‘টাইগার ৩’ মুক্তির অনুমতি মিলবে। নইলে ১৭ নভেম্বর মুক্তি দেওয়া হবে। সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে আবেদনা জমা দেয়া হয়েছে। আরও জানা গেছে, আমদানি রপ্তানি নীতিতে ‘টাইগার ৩’-এর বিনিময়ে ওপারে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার সিনেমা ‘পোড়ামন ২’।

নাম প্রকাশে অনিচ্ছুক জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আগামী সপ্তাহে ‘টাইগার ৩’ সেন্সর হবে। বলিউডের সঙ্গে একসঙ্গে মুক্তি দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে জাজ। কোনো কারণে ১২ নভেম্বর মুক্তি না দিতে পারলে পরের সপ্তাহে বাংলাদেশে চলবে ‘টাইগার ৩’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি এই বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

img

অস্কার প্রতিযোগিতায় ইমন চক্রবর্তীর গান ‘ইতি মা’

প্রকাশিত :  ০৬:৩৬, ০৫ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ০৫ ডিসেম্বর ২০২৪

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি।  বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

সুখবরটি জানতে পেরে ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা বলেন, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক।

অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।

ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’