img

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

প্রকাশিত :  ০৪:৫৪, ০৬ নভেম্বর ২০২৩

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুরের টঙ্গীতে রোববার (৫ নভেম্বর) রাত ১০টা ২০মিনিটে  মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবকের নামের নাম মাজেদ খান (৩৫)। সে সিলেট জেলার ইসহাক খানের ছেলে।

ঘটনার পর ট্রেন থামিয়ে মাজেদকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত হানে। এ সময় ওই ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ওই এলাকায় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়লে সেটি ট্রেনের ধাক্কা খায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকটির চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছে।

img

তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত :  ১১:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিআইডব্লিউটিএ জানিয়েছে- উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। এছাড়াও সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। এর প্রভাবে আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। 

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বাংলাদেশ এর আরও খবর