টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন
ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুরের টঙ্গীতে রোববার (৫ নভেম্বর) রাত ১০টা ২০মিনিটে মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নামের নাম মাজেদ খান (৩৫)। সে সিলেট জেলার ইসহাক খানের ছেলে।
ঘটনার পর ট্রেন থামিয়ে মাজেদকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত হানে। এ সময় ওই ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ওই এলাকায় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়লে সেটি ট্রেনের ধাক্কা খায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকটির চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছে।