img

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: মাহি

প্রকাশিত :  ১০:১৮, ০৬ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১০:২২, ০৬ নভেম্বর ২০২৩

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: মাহি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পৌর ছাত্রলীগের আয়োজনে সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী এ দেশের যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ।

মাহিয়া মাহি আরও বলেন, ‘এ দেশের সাধারণ-খেটে খাওয়া মানুষ বিএনপির অবরোধ মানে না। আজ সীমান্তবর্তী ভোলাহাটের শেষ ঘরটিতেও পৌঁছে গেছে বিদ্যুতের আলো। যে ঘরে আলো জ্বলে। সেই ঘরের মানুষ চায় না, এ দেশে অবরোধ হোক কিংবা ক্ষমতায় অন্য কোনো দল আসুক। কারণ আওয়ামী লীগ সরকারই তাদের ঘরে ঘরে বিদুৎ দিয়েছে। আজ সীমান্তের সোনামসজিদ এলাকার শেষ ঘরটিতেও একটি ছেলে মোবাইলে দেখেছে, ঢাকায় কিভাবে এক পুলিশ ভাইকে মারতে মারতে মেরেই ফেলা হলো। সেই ছেলেটি চায় না, এ দেশে আবার বিএনপি আসুক।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘নাচোল উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আসার পথে বেশ সময় লেগে গেছে। আমি ভেবেছিলাম অবরোধের কারণে হয়ত রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু রাস্তায় বের হয়ে দেখলাম অনেক যানবাহন ঠিকঠাক চলছে। অনেক কর্মমুখর জীবন পার করছে সবাই। রাস্তায় অনেককেই জিজ্ঞেস করলাম, আজকে অবরোধ না? উত্তরে সাধারণ খেটে-খাওয়া মানুষ জানালেন, এসব অবরোধ মানলে হবে? আমরা কাজ করে খাই। এ দেশে আমরা অবরোধ মানি না।’


img

পৃথিবীতে খারাপ মা-ও আছে: পপি

প্রকাশিত :  ০৫:৫২, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৫৯, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

ঢালিউডের অনিন্দ্য সুন্দরীর চিত্রনায়িকা পপি। একসময়ের তুমুল জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীর্ঘদিন ধরে রয়েছেন পর্দার আড়ালে। তবে হঠাৎ করেই নিজেকে প্রকাশ্যে এলেন তিনি।

পপির অনুপস্থিতিকে প্রথম দিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ।

সম্প্রতি পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন ফিরোজা পারভীন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছে। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।

এদিকে অনেক দিন পর নিজেকে ক্যামেরার সামনে প্রকাশ করলেন পপি। নিজের জীবনের অনেক অজানা বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না।