img

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট ১৪ নভেম্বর

প্রকাশিত :  ০৪:৫২, ০৭ নভেম্বর ২০২৩

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট ১৪ নভেম্বর

বাংলাদেশের একদল তরুণ শিল্পী যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। ‘আর্টিস্ট এগেনেস্ট জেনোসাইড’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তাঁরা। এ প্ল্যাটফর্ম থেকে একটি ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন ‘টু গাজা ফ্রম ঢাকা’ শীর্ষক এ আয়োজনে। আগামী ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি হওয়ার কথা রয়েছে।

এ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের অসহায় নাগরিকদের খাবার ও চিকিৎসা সামগ্রীর জন্য। ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে ১৫ টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে ব্যান্ড মাকসুদ ও ঢাকা, বাংলা ফাইভ, কার্নিভাল এবং জোয়াদ রেজা চৌধুরী, মাশা ইসলাম, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। কয়েক দিনের মধ্যে দেশের আরও কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা যোগ দেবেন এ আয়োজনে।

কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি বলেন, ‘এ কনসার্ট থেকে অর্জিত অর্থ দিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই। যদিও তা সামান্য, কিন্তু এরপরও শিল্পীদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা পাশে থাকতে চাই। আমরা চাই ‘‘টু গাজা ফ্রম ঢাকা’’র মতো পৃথিবীর অন্যান্য শহরেরও এ ধরনের উদ্যোগ নেওয়া হোক।’

img

নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া

প্রকাশিত :  ০৮:৩৭, ০৩ ডিসেম্বর ২০২৪

বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া। গেল এক বছর ধরে চলছে এই চর্চা। যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকা পালন করছেন দুজনেই। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন ঐশ্বরিয়া। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। 

সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। 

২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।