img

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত :  ০৫:৪৭, ০৭ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৬:২২, ০৭ নভেম্বর ২০২৩

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বাস ও পিকআপভ্যান সংঘর্ষে ময়মনসিংহের শিকারিকান্দায় বাসের চার যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন ২০ জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারপুর বাইপাসে এ দুর্ঘঘনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগামী বাসটি। পিকআপভ্যানটি রাস্তার পাশে উল্টে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপরে উঠে দুমড়েমুচড়ে যায় বাসটিও। ঘটনাস্থলেই দুজন এবং আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুজন।

নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তারা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।



img

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

প্রকাশিত :  ১৪:৩৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৫৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক মোটরসাইকেলযোগে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন।

গুলিতে মোবাশ্বের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।

তিনি বলেন, আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা এ রকম একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।

এর আগে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।