img

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত :  ০৪:৪০, ০৮ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৪:৪৯, ০৮ নভেম্বর ২০২৩

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ইসরায়েলি হামলায় গড়ে ১৬০ শিশুর প্রাণহানির বিষয়টি তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের নির্বিচারে পরিচালিত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁইছুঁই করছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৭ হাজার।

মঙ্গলবার (৭ নভেম্বর) এই ভয়াবহ তথ্য প্রকাশ করলো জাতিসংঘ। খবর আনাদুলু এজেন্সি।

জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘(ফিলিস্তিনি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুর প্রাণহানি হচ্ছে।’

এ পরিস্থিতিতে গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে চলমান সংঘাতে মানবিক বিরতি কার্যকর করা ‘জরুরি প্রয়োজন’ বলেও অভিমত দাবি করেন লিন্ডমেয়ার। তিনি বলেন, ‘গাজার হাজারো লোকের প্রাণহানি হচ্ছে। যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন।’

লিন্ডমেয়ার বলেন, ‌‘রসদ, কনভয় ও মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপ করা হয়েছে। কিন্তু যা নেই, সেটা হলো- এগুলো নিয়ে গাজায় প্রবেশাধিকার ও এটিই আমাদের প্রয়োজন। রোগীদের সুরক্ষা ও হাসপাতালগুলো যেকোনো উপায়ে নিরবচ্ছিন্নভাবে নিরাপদ রাখা প্রয়োজন।’

গাজার উত্তরাঞ্চলীয় হাসপাতালগুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘ডব্লিউএইচও শুধু ‘একবারই’ এসব হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।’

গাজায় এসব উপদ্রুত হাসপাতালের নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হাসপাতালের নিচে কী আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির ওপরে যা আছে সেগুলো। হাসপাতালগুলোতে জরুরিভাবে চিকিৎসার সুযোগ-সুবিধা জরুরি।’

সূত্র: তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু


img

কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত

প্রকাশিত :  ০৮:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হামলায় আহত হয়েছেন। দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিনটি সূত্র জানিয়েছে,  তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন।

সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল এএফপিকে বলেন, রাষ্ট্রপ্রধান রাজধানী মোরোনির উপকণ্ঠে একটি এলাকা সালিমানি-ইতসান্দ্রায় হামলার শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বিপদমুক্ত।

দেশটির প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, প্রেসিডেন্ট আজালি আসুমানি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে সামান্য আহত হন। সূত্রটি বলেছে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আরও দুটি সূত্র নিশ্চিত করেছে যে হামলার সময় প্রেসিডেন্ট সামান্য আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি দ্বিতীয় সূত্র এএফপিকে বলেছে, প্রেসিডেন্ট যথাযথ সেবা পেয়েছেন। তিনি বিপদমুক্ত। সূত্রটি যোগ করেছে যে আক্রমণকারী একজন তরুণ অ্যাকটিভ-ডিউটি জেন্ডারমে যিনি ২০২২ সালে নিয়োগ পান।

৬৫ বছর বয়সী আজালি একজন সাবেক সামরিক শাসক। তিনি ১৯৯৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের পর একটি বিতর্কিত ভোটের পর তিনি পুননির্বাচিন হন। তার বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে।