‘গ্রীন এ্যালায়েন্স নির্বাচিত হলে মর্যাদা বাড়বে বাংলাদেশ সেন্টারের, উপকৃত হবে কমিউনিটি’
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার লন্ডন এর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী গ্রীণ এলায়েন্স এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
গ্রীন প্যানেলের ক্যাম্পেইনে কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন (বিসিএ) এর সাবেক সভাপতি এম এ মুনিম ওবিই। অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতিত্ব করেন আফাজ উদ্দিন।
বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন মোস্তফা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন এম এ মুনিম ওবিই। এর পর গ্রীণ প্যানেলের অন্যতম নেতা, বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিল্ডিং কমিটির চেয়ার মুহিবুর রহমান মুহিব। তিনি তার বক্তৃতায় বাংলাদেশ সেন্টার ভবনটি কিভাবে কাউন্সিল কর্তৃক আর্থিক জরিমানা এবং একসময় অধিগ্রহণ করে নেয়ার ঝুঁকি থেকে কিভাবে এটাকে রক্ষা করা হয়েছে তার বিবরণ তুলে ধরেন। কিভাবে তার নেতৃত্বে বিল্ডিং কমিটি একটি ধ্বংস প্রায় ভবনকে মেরামত করে অত্যাধুনিক ভবনে রূপান্তরিত হলো সেই তথ্য তুলে ধরেন।
পার্মানেন্ট মেম্বার ক্যান্ডিডেটদের পরিচয় করিয়ে দেন বিশিষ্ট মিডিয়া ও কমিউনিটি ব্যাক্তিত্ব, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ—উস সামাদ চৌধুরী জেপি। এসময় ক্যাম্পেইন কমিটির চেয়ার এম এ মুনিম ওবিই ও বিশিষ্ট রাজনীতিবিদ জালাল উদ্দিন মঞ্চে উপস্থিত ছিলেন।
এরপর লাইফ মেম্বার ক্যান্ডিডেটদের পরিচয় কথা দেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মাহতাব চৌধুরী। এসময় তার সাথে মঞ্চে ছিলেন ক্যাম্পেইন কমিটির জয়েন্ট কনভেনর মারুফ চৌধুরী ও আফাজ উদ্দিন, বিসিএ এর প্রেসিডেন্ট অলি খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন, শাহাব উদ্দিন চঞ্চল, রাজনীতিবিদ মারুফ আহমদ চৌধুরী, আব্দুল বাসিত, অহিদ আহমদ, বিসিএ—এর নব নির্বাচিত সভাপতি অলি খান, কাউন্সিলর সাঈদা চৌধুরী, বিসিএ—এর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ হাসান, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী কমিউনিটি নেতা হেলাল খান, পার্মানেন্ট মেম্বার প্রার্থী আবুল কালাম ছোটন, কমিউনিটি নেতা ইসবাহ উদ্দিন, কমিউনিটি নেতা আফাজ উদ্দিন, রাজনীতিবিদ আফসার খান সাদেক, বিশিষ্ট ক্যাটারার সৈয়দ হাসান, রাজনীতিবিদ আ স ম মিসবাহ, আবদুল করিম নাজিম, মাহমুদ আলি, আশিক রহমান, মাসুদ আহমদ, আব্দুল হান্নান, সারোয়ার আহমদ, আহসান উদ্দিন, রাসেল আহমদ জুয়েল, আতিকুর রহমান, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম ওকিব, জমসেদ আহমদ, ফখরুল ইসলাম, আকতার হোসেন, জুয়েল আহমদ, আব্দুল কাদির, ফয়েজ আহমদ, আব্দুল মুনিম ক্যারল, মারুফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জালাল উদ্দিন, রহমত আলি, মামুন কে চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বদরুল ইসলাম, নাসির উদ্দিন, শওকত মাহমুদ টিপু, জুবায়ের আহমদ, রাসেল আহমদ, আবদুল মাইক কুটি, দইবুল ইসলাম, ইফতেখার আহমদ শিপন, আলাউদ্দিন আহমদ, প্রশান্ত পুরকায়স্থ বিইএম প্রমুখ।
বক্তারা নিবেদিতপ্রাণ কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বাধীন প্যানেল ‘গ্রিন এ্যালায়েন্স’ কে নির্বাচিত করে বাংলাদেশ সেন্টারকে কর্ম চাঞ্চল্য মুখর করে তুলতে এবং সেন্টারের পেছনের খালি জায়গায় বহুতল বিশিষ্ট ভবন নির্মানের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চান।
তারা বলেন, “গ্রীন প্যানেলের সকল ক্যান্ডিডেটই কমিউনিটির কাজে নিবেদিত। তারা সমাজের কল্যানে বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। সিনিয়রদের অভিজ্ঞতা — প্রজ্ঞা আর নবীনদের দক্ষতায় সমৃদ্ধ গ্রীণ এ্যালায়েন্স বিজয়ী হলে উপকৃত হবে কমিউনিটি, আবারও মর্যাদাশীল সংগঠনে পরিণত হবে বাংলাদেশ সেন্টার।” — খবর সংবাদ বিজ্ঞপ্তির