img

আমি কেন এসব ভাইরাল করতে যাব : অপু

প্রকাশিত :  ০৫:২৮, ১৪ নভেম্বর ২০২৩

আমি কেন এসব ভাইরাল করতে যাব : অপু

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি অডিও। যেখানে কথা বলতে শোনা যায় কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।  অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি মুন্নির। বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন বুবলী। এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।

গণমাধ্যমকে অপু বলেন, দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।

আপনিই নাকি ভাইরাল করেছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি কেন এসব ভাইরাল করতে যাব। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নীর একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।

এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।

অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।

img

দক্ষিণের রাজকুমারী শ্রীলীলার বলিউডে অভিষেক

প্রকাশিত :  ১০:১৯, ১১ অক্টোবর ২০২৪

অভিনেত্রী শ্রীলীলা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত । মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।

এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত \'গুটুর কারাম\' চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।

অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার  শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।

২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা \'কিস\' এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে

অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে \'পেলু সান্দাদি\', \'ধামাকা\', \'ভগবন্ত কেশরী, \'এক্সট্রা অর্ডিনারি ম্যান\' ইত্যাদি।