img

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:৩৮, ১৪ নভেম্বর ২০২৩

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দসহ তৃনমূলের সকল নেতাকর্মিদের মুক্তি ও গনগ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও প্রধানমনএী শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবীতে গত রবিবার,৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (দক্ষিন) বিএনপি এর উদ্দ্যেগ্যে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সভা পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহম্মেদ ।প্রদান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিনের সদস্য সচিব বদিউল আলম,সেচছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চোধুরী,এছাড়াও বিক্ষোভ সভায় উপস্হিত ছিলেন স্টেট বিএনপির যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম, মহানগর দক্ষিনের যুগ্ন আহবায়কদের মধ্যে রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, জোহরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেট যুগ্ন আহবায়কদের মধ্যে ছিলেন নাসিম আহম্মেদ,নীরা রাব্বানী, দেওয়ান কাওছার,আরিফুর রহমান,নিউইয়র্ক মহানগর সদস্যদের মধ্যে ছিলেন আজিজুল বারী তিতাস, কামাল হাওলাদার ,সুলতান আহম্মেদ ভূইয়া, আব্দুল মান্নান হোসাইন, জামাল হোসেন,নিউইয়র্ক স্টেট সদস্যের মধ্যে ছিলেন মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান, মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, আলমগীর হোসেন, রইছ উদ্দিন,জিয়াউর রহমান মিলন,সাবেক ছাত্রনেতা জীবন সফিক, ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিরন, মোঃ বাশার,এনায়েত খান, আজিজুল হাওলাদার, মোঃ জাহাংগীর, মহিলা নেত্রী পলি আক্তার, মনি বেগম, সৈয়দা সাইয়াদা বেগম সহ আরও অনেক নেত্রীবৃন্দ বিক্ষোভ সভাবেশে উপস্হিত ছিলেন।

সভায় সকল বক্তা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রবাসী সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আহ্বান জানান। সভাপতি সেলিম রেজা তার সমাপনি বক্তব্যে সকল নেত্রীবৃন্দকে বিক্ষোভ সমাবেশে উপস্হিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে একটি বক্ষোভ মিছিল নিয়ে জ্যাকসন হাইটসের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করে আবার ডাইভার সিটি প্লাজায় এসে সভা সমাপ্তি ঘোষনা করেন।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর