img

আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশা

প্রকাশিত :  ১২:০৭, ১৬ নভেম্বর ২০২৩

আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার গুঞ্জনে আজ সকাল থেকে শোবিজ অঙ্গনে তোলপাড় চলছে। চিন্তার ভাঁজ পড়ে তার ভক্ত ও সহকর্মীদের কপালে; যত সময় গড়াতে থাকে আরো ‘রহস্যময়’ হয়ে উঠে বিষয়টি। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ভর্তি ছিলেন তানজিন তিশা। এরই মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত কিছু নিউজ ‘ভুল’ বলে মন্তব্য করেছেন তিশা। তার ভাষায়, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম, সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই; আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

আত্মহত্যা করার মানুষ তিশা নন। এ দিকে ঈঙ্গিত করে তিনি বলেন, ‘আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যায়; বিষয়টি আমাকে এতটাই শক্ত করেছে যে, এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নিব না।’

তানজিন তিশা মনে করেন, কিছু মানুষ তার ক্ষতি করেছেন এবং করার চেষ্টা করছেন। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে শিগগির আমার শুভাকাঙ্ক্ষিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব।’

img

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেহজাবীনের অভিনন্দন

প্রকাশিত :  ১০:৪৭, ১৫ অক্টোবর ২০২৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক হ্যান্ডেলে মেহজাবীন লেখেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

এছাড়া যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের জন্যও শুভ কামনা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না।

এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

অভিনেত্রীর এ পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।