
ব্রিটিশ পার্লামেন্টে রোহিঙ্গা শরণার্থী নারীদের অধিকার ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করণে সভা অনুষ্ঠিত

জানালা ইউকে— এর আয়োজনে এবং সেন্টার ফর বাঙালি স্টাডি (সিএফবিএস) এর সহযোগিতায় বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গা নারীদের নিরাপত্তা এবং সকল রোহিঙ্গার নিরাপদে মায়ানমার প্রত্যাবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় শীর্ষক এক সভা ৮ নভেম্বর হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত সভায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন লেবার এমপি ডাঃ রূপা হক, টোরি এমপি টম হান্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক কারিন ভেলটারসন, বার্মা ক্যাম্পেইন ইউকে, মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার এফআরএসএ, জানালা সভাপতি সাংবাদিক আমিমুল তানিম।
সভায় বক্তারা, রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য নিরাপদ বাসস্থান, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং সামাজিক, পারিবারিক নিরাপত্তার প্রদানের উপর গুরুত্ব দেন এবং প্যানেলিস্টরা এই সমস্যা কার্যকর ভাবে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অর্থনৈতিক অনুদান নিশ্চিতকরণে আহবান জানান এবং আন্তর্জাতিক শরণার্থী আইনের যথাযথ প্রয়োগর মাধ্যমে বাংলদেশে অবস্থানরত ১২ লাখ শরণার্থীদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে কার্যকর পরিকল্পনা গ্রহণে বাংলাদেশ এবং মায়ানমার সরকারকে আহ্বান জানানো হয়।
সভায় বিপুল সংখ্যক মানবাধিকার কর্মীদের উপস্থিতিতে প্যানেলিস্টদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জানালা’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহিদ, সাংগঠনিক সম্পাদক ইফতেকার সিদ্দিকী, সিএফবিএস এর ডাইরেক্টর নাজমুল হক, সাংবাদিক শেখ মতিউর রহমান বাবলু, সাংবাদিক তামান্না মিয়া, মানবাধিকার কর্মী জুবায়ের। — খবর সংবাদ বিজ্ঞপ্তির