img

কে হচ্ছেন বিশ্বকাপ সেরা? দৌড়ে আছেন ৯ ক্রিকেটার

প্রকাশিত :  ০৭:০৬, ১৯ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৭:১৪, ১৯ নভেম্বর ২০২৩

কে হচ্ছেন বিশ্বকাপ সেরা? দৌড়ে আছেন ৯ ক্রিকেটার

চলমান বিশ্বকাপের বয়স এখন সময়ের হিসেবে ৪৫ দিন, আর ম্যাচের হিসেবে ৪৭। প্রায় দেড় মাস ধরে আলো ছড়িয়ে যারা আসরকে রাঙিয়েছেন তাদের মধ্য থেকে একজন পাবেন আসরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি। ১০ দলের এই টুর্নামেন্ট থেকে শুধু চ্যাম্পিয়ন দলই নয়, সেরা ব্যাটার-বোলার ও সেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্যও উন্মুখ সবাই। বিশেষ করে সেরা খেলোয়াড় তথা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন ৯ ক্রিকেটার। তাদের মধ্যে চারজনই ভারতীয়।  এ ছাড়া অস্ট্রেলিয়ার ২ জন, নিউজিল্যান্ডের ২ জন ও দক্ষিণ আফ্রিকার ১ জন ক্রিকেটার আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে।

এই ৯ ক্রিকেটার হলেন— বিরাট কোহলি, মোহাম্মদ শামি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও কুইন্টন ডি কক। তাদের মধ্যে কোহলি এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক, যিনি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। 

১০০-এর বেশি গড় নিয়ে ১০ ইনিংসে ৭১১ রান নিয়ে ফাইনালের অপেক্ষায় আছেন ভারতের এ সুপারস্টার। বোলারদের তালিকায় আবার শীর্ষে আছেন মোহাম্মদ শামি, যিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট খেতাব পাওয়ার বড় দাবিদার। মাত্র ৬ ম্যাচ খেলেই ৯.১৩ গড়ে তিনি শিকার করেছেন ২৩ উইকেট, যা আসরে এখন অবধি সর্বোচ্চ।

এ ছাড়া বল হাতে আলো ছড়িয়েছেন বুমরাহ, ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে, অ্যাডাম জাম্পা বোলিংয়ে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র বোলিংয়ের পাশাপাশি বিশেষত ব্যাটিংয়ে, ড্যারিল মিচেল ব্যাটিংয়ে এবং সদ্য অবসরে যাওয়া প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক ব্যাট হাতে মাতিয়েছেন গোটা টুর্নামেন্ট।

শেষ পর্যন্ত কার হাতে উঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।


img

রান দিলেন, রেকর্ডও গড়লেন রিশাদ

প্রকাশিত :  ০৬:৩৪, ২৩ এপ্রিল ২০২৫

মুলতান সুলতানসের বিপক্ষে পরাজিত লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন করেছেন বাংলাদেশের জন্য একটি বড় কীর্তি—পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন এই তরুণ লেগির দখলে।

ম্যাচে রিশাদের পরিসংখ্যান বলছে—৪ ওভারে ৪৫ রান, ২ উইকেট। রান খরচ হয়েছে বটে, তবে তার উইকেটগুলো ছিল গুরুত্বপূর্ণ। সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ১০ রান। এরপর ১২তম ওভারে ফের আসেন বোলিংয়ে—সেখানে দেন ১২ রান। যদিও পরের দুই ওভারে কিছুটা জ্বলে ওঠেন রিশাদ। তুলে নেন উসমান খান ও অ্যাস্টন টার্নারের উইকেট। সেই দুই ওভারে আবারও খরচ করেন ২৩ রান।

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন সাতজন বোলারকে। একমাত্র আব্বাস আফ্রিদিকে ছাড়া সবার ইকোনমি রেট ছিল ৭-এর ওপরে। কিন্তু তাতেও থামেনি মুলতানের রানের ঝড়। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তোলে ২২৮ রান। আর সেই পাহাড় টপকাতে গিয়ে ৩৩ রানে হেরে যায় লাহোর।

তবে দিনটি রিশাদের জন্য মনে রাখার মতো। ৮ উইকেট নিয়ে তিনি এখন পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। ছুঁয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড—তবে তারা দুজন এই সংখ্যক উইকেট পেতে খেলেছিলেন কমপক্ষে দুটি আসর। রিশাদ তা করেছেন মাত্র তিন ম্যাচে।

এই ৮ উইকেটের সুবাদে রিশাদ এখন এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের মালিক। ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাহমুদউল্লাহ নিয়েছিলেন ৭ উইকেট। এবার রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিলেন।

চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আপাতত রিশাদ আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট)। সামনে আরও ম্যাচ বাকি—তালিকার শীর্ষে ওঠাও অসম্ভব নয় রিশাদের জন্য।