img

ঢাকায় এসে বিপদে ইমন চক্রবর্তী!

প্রকাশিত :  ০৮:১৭, ১৯ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৩

ঢাকায় এসে বিপদে ইমন চক্রবর্তী!

 কলকাতার জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী গান গাইতে ঢাকায় এসেছেন। তবে বাংলাদেশে এসে দারুণ ‘ঝামেলায় পড়েছেন’। মোবাইলে যে অ্যাপ দিয়ে তিনি ক্রিকেট ম্যাচ লাইভ দেখেন, সেটি বাংলাদেশে চলে না।

তাই মোবাইলে ম্যাচ দেখতে কীভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না এ গায়িকা। এ সমস্যার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইমন। সেখানে সবার পরামর্শ চেয়ে পোস্ট লিখেছেন, ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে ওয়ার্ল্ড কাপ দেখব?

ইমন চক্রবর্তীর ফেসবুক পোস্টের নিচে তার অনেক বন্ধুই নানা রকম সমাধান দিয়েছেন। অনেকেই তাকে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন।

আজ (১৯ নভেম্বর) ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দিনটি ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খেলা দেখতে কলকাতার টালিগঞ্জে অনেক পরিচালক শুটিং বন্ধ রেখেছেন। শিল্পী কলাকুশলীরাও খেলা দেখার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুকে।

২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ শিল্পী।

img

নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া

প্রকাশিত :  ০৮:৩৭, ০৩ ডিসেম্বর ২০২৪

বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া। গেল এক বছর ধরে চলছে এই চর্চা। যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকা পালন করছেন দুজনেই। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন ঐশ্বরিয়া। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। 

সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। 

২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।