প্রকাশিত :  ০৬:৪৮, ২০ নভেম্বর ২০২৩

ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ৪০ নৌকা পুড়ে ছাই

ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ৪০ নৌকা পুড়ে ছাই

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে মৎস্য বন্দরের একটি নৌকায় প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে ৪০টি নৌকায়।  এতে বন্দরে নোঙর করা অন্তত ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অনুমান, নৌকার সিলিন্ডার বিস্ফোরণের কারণে বন্দরে আগুন লেগেছে।

পুলিশ জানিয়েছে, আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে থাকা অন্তত ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির  ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লক্ষ রুপি।

 ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে একটি  নৌবাহিনীর জাহাজ পৌঁছায়। এছাড়া আগুন যেন আর না ছড়িয়ে পড়ে সে ব্যবস্থা নেয়া হয়। কিন্তু হাওয়ার স্রোতের কারণে বাকি নৌকাগুলোতেও আগুন ছড়িয়ে যায়।

মৎস্যজীবীদের অভিযোগ, দূর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।




Leave Your Comments


আন্তর্জাতিক এর আরও খবর