img

ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত :  ০৮:১৫, ২১ নভেম্বর ২০২৩

ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

বোমা তৈরির সময় বিস্ফোরণে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগড় ইউনিয়নের আজহার মাঝি বাড়িতে  মনির বয়াতি নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাতের দুর্ঘটনায় নিহত মনির বয়াতি (৪৫) আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহাবুবু উল আলম।

লালমোহন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মোল্লা জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার একটি বসতঘরে বোমা তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মনির বয়াতিসহ আরও একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশালের হাসপাতালে পাঠানো হলে পথেই মনিরের মৃত্যু হয়। সে একই এলাকার মৃত তালেব আলীর ছেলে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ আজ সকালে সাংবাদিকদের জানান, এ ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। পরে পথেই মনির বয়াতি মারা যায়। পুরো ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে। এতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

img

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

প্রকাশিত :  ১৪:৩৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৫৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক মোটরসাইকেলযোগে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন।

গুলিতে মোবাশ্বের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।

তিনি বলেন, আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা এ রকম একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।

এর আগে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।