img

মাঠের খেলার চেয়ে মারামারিতে বেশি মনযোগী ছিল ব্রাজিল: মেসি

প্রকাশিত :  ০৪:৪৫, ২২ নভেম্বর ২০২৩

মাঠের খেলার চেয়ে মারামারিতে বেশি মনযোগী ছিল ব্রাজিল: মেসি

আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তেই ঘটে এ ধরনের অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। 

ফুটবলপ্রেমীদের কাছে বিষয়টি আর অজানা নেই। মাঠে উত্তাপ শুরুর আগেই উত্তাপ ছড়ায় গ্যালারিতে।  ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, র্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেওয়ায় শুরু হয় এই ঝামেলার। পরে সেখানে সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের তুমুল মারামারিও দেখা যায়। 

উত্তাপের রেশ যেন থেকে গেল পুরো ম্যাচজুড়েই। অনেক আগ্রাসনের সঙ্গেই খেলল স্বাগতিকরা। যদিও নিজেদের মাঠে এমন আগ্রাসনকে স্বাভাবিক বলাই যায়। তবে ম্যাচ শেষে ঘটনাবহুল এই রাত নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর মতে, ব্রাজিল মাঠের খেলার চেয়ে মারামারিতে বেশি মনোযোগ দিয়েছে ব্রাজিলের ফুটবলাররা। 

ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে উত্তেজনাকর এই ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি বলেন, “তারা (ব্রাজিলের খেলোয়াড়রা) খেলা খেলার চেয়ে সেদিকেই (মারামারি) বেশি মনোযোগী ছিল। আমরা একটা পরিবার। পরিস্থিতিক শান্ত করতেই আমরা  আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি।”

আর্জেন্টাইন সমর্থকদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়েও জানান মেসি। “আমরা দেখেছি তারা (পুলিশ) কীভাবে সমর্থকদের আঘাতথকদে। ঠিক কোপা লিবার্তোদোরেসের মতো। সমর্থকদের দমিয়ে রাখা।”

ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের কাছে গিয়ে তাদের সঙ্গে জয়ের উল্লাস ভাগাভাগি করে নিয়ে এবং এমন ঘটনায় তাদের সান্ত্বনা দিয়ে দেখা যায় মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে

img

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায়

প্রকাশিত :  ০৯:২৫, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৫০, ১৬ জুন ২০২৫

গোঁ ধরে আছে ভারত। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। রোহিত শর্মাদের বোর্ডের আবেদনে হাইব্রিড মডেলে বসে ২০২৩ সালের এশিয়া কাপ। এ বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান যায়নি ভারত, খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়—তিন বছর পর্যন্ত দুদলের কেউ কারও দেশে গিয়ে খেলবে না। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারত যাবে না।

এ বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। পেহেলগাঁওয়ে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনায় আসরটি গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান ওই আসরে দল পাঠাচ্ছে, তবে ভারতে খেলবে না। ভারতের একাধিক গণমাধ্যম বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ৫ অক্টোবর ম্যাচ খেলবে ভারত। ভেন্যু শ্রীলংকার কলম্বো।

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট পাঁচটি শহরে আয়োজিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টটি বসবে ভারতের ব্যাঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলংকার কলম্বোয়। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। ফাইনাল বা সেমিতে উঠলেও দেশটির মেয়েরা লঙ্কাতেই লড়বে বিশ্বকাপ।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে। তবে পাকিস্তান কোয়ালিফাই করলে তখন খেলা হবে কলম্বোয়।