পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন চান ৪ ভাই
অত্যাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন চার ভাই। সম্প্রতি তারা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
মনোনয়ন চাওয়া চার ভাই হলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মশিউর রহমান মহারাজ।
মসিউর রহমান মহারাজ জানান, তারা ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করি দলের সভাপতি শেখ হাসিনা আমাদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেবেন।