img

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ: যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে

প্রকাশিত :  ১০:২৭, ২২ নভেম্বর ২০২৩

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ: যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের করেছে দুর্বত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসার গেটের সামনে থেকে এই বিষ্ফোরণ ঘটানো হয়।

তবে বিষ্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিন জনের একটি দল বাসা লক্ষ্য করে ও গেটের সামনের রাস্তায় ককটেল বিষ্ফোরণ ঘটায়। এর মধ্যে বাসা লক্ষ্য করে একটি ও গেটের অদুরে রাস্তায় উপর দুটি ককটেল ফোটানো হয়। এসময় তাদের একজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করছিলেন।

তবে, এসময় আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।

খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দূর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলি

img

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি

প্রকাশিত :  ০৫:২১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৩৪, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৫ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় আজ (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এসব অভিবাসীদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরত আসা এই অভিবাসীদের বেশীরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ফেরত আসা অভিবাসীদের জন্য প্রত্যেকের জন্য ৬ হাজার টাকা, খাদ্য সামগ্রী, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম।