img

সিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

প্রকাশিত :  ১৯:৪৫, ২২ নভেম্বর ২০২৩

সিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোচের ১৭টি আসন পুড়ে যায়। অগ্নিনির্বাপণের পর কোচটির সিটের নিচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। বোতল দুটিতে পেট্রলের গন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে সিলেট দক্ষিণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব শিকদার জানান, তারা রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে তারা মনে করছেন এটা নাশকতামূলক কাজ। ঘটনার পর রেলস্টেশন পরিদর্শনে আসেন সিলেট রেল বিভাগের পুলিশ সুপার শেখ শরিফুল ইমলাম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ৩ নম্বর প্লাটফর্মে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ধোঁয়া দেখা যায়। তিনি আরও জানান, কোচটির ভেতর থেকে দুটি বোতল পাওয়া গেছে যাতে পেট্রলের গন্ধ ছিল। প্রাথমিকভাবে এটা দেশব্যাপী চলমান নাশকতার অংশ হিসেবে দেখেছেন তারা।

img

সিলেটে প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরি করে টাকা দাবি, গ্রেপ্তার ১

প্রকাশিত :  ১৮:০৮, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট নগরের পীরমহল্লা এলাকার বাসিন্দা  প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে টাকা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরী করে অপরিচিত মোবাইল থেকে ঐ মেয়ে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠানো হয়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি করার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।

সাইফুল ইসলাম জানান, মেয়েটির বাবা বিষয়টি পুলিশকে জানান। এরপর এসএমপি\'র সাইবার ইউনিট ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে সনাক্তকরণের জন্য মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিন্টু দেবনাথকে  শ্রীমঙ্গল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। মিন্টু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।