img

প্রিয় নানাভাইকে হারালেন পরীমণি

প্রকাশিত :  ০৬:২২, ২৪ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৬:৩৪, ২৪ নভেম্বর ২০২৩

প্রিয় নানাভাইকে হারালেন পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণির নানা শামসুল হক গাজী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ১১ মিনিটে মারা গেছেন তিনি। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক চয়নিকা চৌধুরী এ তথ্য নিশ্চিক করেন। 

চয়নিকা চৌধুরী আরও জানিয়েছেন, গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর ৪টার দিকে নিজ গ্রাম পিরোজপুরে রওয়ানা হয়েছেন পরীমণি। সেখানেই তাকে শায়িত করা হবে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শামসুল হক গাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গতমাসেই একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর (পরীমণির ছেলে) সঙ্গে হাস্যজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। আজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

পরীমণি খুব ছোটবেলায় মা'কে হারান, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন। নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।

img

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেহজাবীনের অভিনন্দন

প্রকাশিত :  ১০:৪৭, ১৫ অক্টোবর ২০২৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক হ্যান্ডেলে মেহজাবীন লেখেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

এছাড়া যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের জন্যও শুভ কামনা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না।

এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

অভিনেত্রীর এ পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।