img

পরিবারে অশান্তির মাঝেই বচ্চন পরিবারে সম্পত্তি ভাগ!

প্রকাশিত :  ০৫:৩২, ২৬ নভেম্বর ২০২৩

পরিবারে অশান্তির মাঝেই বচ্চন পরিবারে সম্পত্তি ভাগ!

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারে ঝামেলা চলছে বলে গুঞ্জন উঠেছে। বিশেষ করে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ যেন দিন দিন বদলাচ্ছে। পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছিল না। ফলে শ্বশুরবাড়ি ছেড়ে নিজ বাড়িতে থাকতে শুরু করেছিলেন নায়িকা। এমনকি চলতি বছরে বচ্চন পরিবারের দীপাবলি অনুষ্ঠানেও যোগ দেননি অভিষেকপত্নী। 

সবমিলিয়ে বচ্চন পরিবারের অশান্তি স্পষ্ট হয়ে উঠছিল ভক্তদের কাছে। এরই মাঝে জানা গেল, দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহারস্বরূপ লিখে দিয়েছেন তার সাধের জুহুর বাড়ি ‘প্রতীক্ষা’। 

বলা হয়, অমিতাভ বচ্চনের প্রথম সম্পত্তি এটি। অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন এই বাংলোটি উপহার দেন তাকে। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতেন তিনি।

জানা গেছে, প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফট ডিড সই করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে গিফট ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

এই গিফট ডিডের জন্য ৫০.৬৫ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি রুপি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিয়েছেন। 

পরিবারে নানা বিষয়ে অশান্তির মাঝেই শ্বেতাকে বাংলো উপহার দেওয়ার ঘটনা বচ্চন পরিবারের অশান্তি নতুন করে বাড়িয়ে তুলবে কি না সেটাই প্রশ্ন এখন ভক্তদের মাঝে। 

img

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চাপলেন সামান্থা

প্রকাশিত :  ০৭:১৩, ১১ নভেম্বর ২০২৪

সামান্থা ও বরুণ ধfওয়ান সম্প্রতি তাঁদের ওয়েব সিরিজ় ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, সামান্থা কেমন যেন গুমরে রয়েছেন। কোনও রকমে ভিতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তাঁর চোখ বলছে, তিনি ভাল নেই। এমনই অনুমান তাঁর ভক্তদের।

তখন ঠিক কী হয়েছিল? কোনও এক প্রশ্নের উত্তরে বরুণ তাঁর নিজের পরিবার নিয়ে কথা বলছিলেন। বরুণ বলেন, “এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজ়ে আমার চরিত্র বানিও খুব পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। তাই চরিত্রটি সহজে বুঝতে পারি।”

বরুণ নিজের স্ত্রী ও তাঁর পরিবার নিয়ে কথা বলছিলেন ঠিকই। কিন্তু দর্শকের চোখ ছিল সামান্থার উপরেই। এই কথাবার্তার সময়ে সামান্থার চোখের কোণ যেন হঠাৎই চিকচিক করে ওঠে। নেটাগরিকের কথায়, “সামান্থা বোধহয় চিৎকার করে কাঁদতে চাইছেন।” আর এক অনুরাগী লেখেন, “আমার সত্যিই সামান্থার জন্য খুব খারাপ লাগছে। তিনিও তো এমনই একটা পরিবার চেয়েছিলেন।”

সামান্থা ও চৈতন্য ২০১৯-এ তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তান ধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সে সময়ই বিচ্ছেদ ঘটে যায়। এখন শোনা যাচ্ছে, নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিয়ে করছেন তারা। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরই শোভিতার গলায় মালা দিতে চলেছেন এই নায়ক।