img

হামাস যোদ্ধাদের আপ্যায়নে মুগ্ধ থাই বন্দিরা

প্রকাশিত :  ০৯:৩৮, ২৭ নভেম্বর ২০২৩

হামাস যোদ্ধাদের আপ্যায়নে মুগ্ধ থাই বন্দিরা

দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রথম দিন ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাই ও একজন ফিলিপাইনসের নাগরিককে মুক্তি দিয়েছিল হামাস। হামাসের হাতে আটক এসব বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ করে আসছিল ইসরায়েল। তবে বন্দি এসব ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারের স্বজনদের মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। এরই মধ্যে এক থাই বন্দির পরিবার জানিয়েছে টানেলে আটক থাকা বন্দিদের সঙ্গে ঠিক কী ধরনের আচরণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিচালিত অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনার সময় গেল ৭ অক্টোবর আটক হয়েছিলেন ৩৩ বছর বয়সী থাই নাগরিক ভেতন পুমে। শুক্রবার বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তির পর পরিবারের সঙ্গে কথা বলেন। এক সাক্ষাৎকারে ভেতন পুমের বোন রুঙ্গারুন উইচানগুয়েন জানান, তিনি যখন ভাইয়ের সঙ্গে ভিডিও করে কথা বলেন তখন তাকে দেখতে উচ্ছাসিত লাগছিল, মনে হচ্ছিল সে ঠিক আছে।

থাই নাগরিক পুমের বোন আরও জানান, ভিডিও কলে কথা বলার সময় তার ভাই হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় ভালো যত্ন পেয়েছেন বলে তাকে জানান। ভেতন পুমে তার বোনকে জানান বন্দিদের কোনো প্রকার নির্যাতন বা লাঞ্ছিত করেনি হামাসের সদস্যরা, এমনকি তাদের ভালো খাবারও দেওয়া হয়েছে সবসময়। হামাসের সুড়ঙ্গ ব্যবস্থাপনা ও বন্দিদের থাকার পরিবেশ নিয়ে বন্দি থাকা পুমে তার বোনকে জানান, বন্দি অবস্থায় তার মনে হয়েছিল তিনি কোনো সুড়ঙ্গে নয় বরং কোনো বাসায় রয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতির প্রথম দুইদিনে মুক্তি পাওয়া বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় ইসরায়েলি চিকিৎসকরা। উলফসন এবং স্নাইডার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া নারী ও শিশুদের শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল। ইসরাইলের আরেক স্বাস্থ্যকেন্দ্র হলন হাসপাতালে মুক্তি পাওয়া ৫ জনের স্বাস্থ্যপরীক্ষার পর সবার অবস্থা স্থিতিশীল এবং সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের বন্দি করার পর হামাস জানিয়েছিল তারা গাজার মেহমান। তাদের প্রতি কোনো প্রকার অন্যায় করা হবে না। এমনকি বন্দিদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে বলেও জানায় সশস্ত্র গোষ্ঠীটি। এরআগে, যুদ্ধের শুরুর দিকে চার বন্দিকে মুক্তি দিয়েছিল সংগঠনটি। তারা হলেন মার্কিন নাগরিক জুডিথ রানান ও তার মেয়ে নাতালি রানান এবং ইসরায়েলি নাগরিক নুরিত কুপার ও ইয়োশেভেদ লিফশিৎজ। এসব বন্দিরা জানিয়েছিলেন হামাস সদস্যরা তাদের সঙ্গে সর্বোচ্চ মানবিক আচরণ করেছেন, এমনকি তাদের স্বাস্থ্যগত পরিচর্যাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে।

img

কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত

প্রকাশিত :  ০৮:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হামলায় আহত হয়েছেন। দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিনটি সূত্র জানিয়েছে,  তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন।

সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল এএফপিকে বলেন, রাষ্ট্রপ্রধান রাজধানী মোরোনির উপকণ্ঠে একটি এলাকা সালিমানি-ইতসান্দ্রায় হামলার শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বিপদমুক্ত।

দেশটির প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, প্রেসিডেন্ট আজালি আসুমানি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে সামান্য আহত হন। সূত্রটি বলেছে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আরও দুটি সূত্র নিশ্চিত করেছে যে হামলার সময় প্রেসিডেন্ট সামান্য আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি দ্বিতীয় সূত্র এএফপিকে বলেছে, প্রেসিডেন্ট যথাযথ সেবা পেয়েছেন। তিনি বিপদমুক্ত। সূত্রটি যোগ করেছে যে আক্রমণকারী একজন তরুণ অ্যাকটিভ-ডিউটি জেন্ডারমে যিনি ২০২২ সালে নিয়োগ পান।

৬৫ বছর বয়সী আজালি একজন সাবেক সামরিক শাসক। তিনি ১৯৯৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের পর একটি বিতর্কিত ভোটের পর তিনি পুননির্বাচিন হন। তার বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে।