অনুমোদন পেল বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে গণঅধিকার পারিষদ। এতে মোঃ মাহমুদুল হাসান বাবুকে আহ্বায়ক ও সৈয়দ মিজানুর রহমানকে (মিজান) সদস্য সচিব করা হয়েছে।
এ কমিটির অনুমোদন দেন অধিকার পরিষদের আহ্বায়ক ও প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা ডা. রেজা কিবরিয়া, ফারুক হাসান, আজাদ আহমেদ পাটোয়ারী, মো. তারেক রহমান ও সাদ্দাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার আংশিক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হলো।”
কমিটির অন্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সিদ্দিকী মান্না, যুগ্ম সদস্য সচিব মিসবাহ উদ্দিন, আবুল কাসেম সোহেল, সিরাজুল ইসলাম, সৈয়দ মোশতাক আহমেদ, তানভির মুস্তাফা, সদস্য সোলেইমান মাহমুদ, আবুল কালাম আজাদ, দিলশান মিয়া, আবুল হোসেন, এমডি আমিনুল হক রুবেল, আবদুল্লাহ আল মামুন, মুছা. হেলেনা বেগম, তানবীর আহমদ, জাবেদ মিয়া, জুমেল হোসেন, ইমাম উদ্দিন রাব্বি। — সংবাদ বিজ্ঞপ্তি