img

ডিপফেক ভিডিওর শিকার এবার আলিয়া ভাট

প্রকাশিত :  ০৬:১৭, ২৮ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৬:২৯, ২৮ নভেম্বর ২০২৩

ডিপফেক ভিডিওর শিকার এবার আলিয়া ভাট

ক্যাটরিনা কাইফ, রাশমিকা মন্দানার পর এবার ডিপফেক ভিডিওর শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে কাপুরদের বউমার বিকৃত সব ছবি! যা দেখে অনুরাগীদের মধ্যেও এক ধরনের শোরগোল পড়ে গেছে।

‘ডার্লিং’খ্যাত আলিয়া ভাট সদ্য ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। তার পরই ডিপফেক ভিডিওর শিকার অভিনেত্রী। ভাইরাল ওই ভিডিওতে স্বল্প পোশাকে বিছানায় দেখা যাচ্ছে আলিয়াকে। ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। যদিও সেই বিকৃত ভিডিওতে নায়িকার মুখ বসানো হয়েছে। আসল ভিডিওটিতে যিনি রয়েছেন, তার নাম রোজি ব্রিন। টিকটকে ওই ভিডিও ক্লিপ আপলোড করেছিলেন ওই মহিলা। তার ভিডিওতেই আলিয়ার মুখ বসানো হয়েছে।

নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিচ্ছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার হচ্ছেন। সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার রাশমিকা মন্দানা, ক্যাটরিনা কাইফের পর আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া খুঁজে বের করল অন্য সূত্র! তাদের প্রশ্ন রণবীর কাপুরই কি কমন ফ্যাক্টর? রণবীরের মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিম্যাল’ ছবির নায়িকা রাশমিকা মন্দানার পর সাবেক প্রেমিকা ক্যাটরিনার ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসে। আর এবার তো অভিনেতার স্ত্রী আলিয়া ভাট এই বিকৃত প্রযুক্তির শিকার। উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। যে সিনেমার ট্রেইলার ইতোমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। উত্তেজনায় ফুটছেন সিনেদর্শকরা। তার আগেই স্ত্রী আলিয়ার এমন ডিপফেক ভিডিও ভাইরাল। যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি আলিয়া ভাট।

img

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চাপলেন সামান্থা

প্রকাশিত :  ০৭:১৩, ১১ নভেম্বর ২০২৪

সামান্থা ও বরুণ ধfওয়ান সম্প্রতি তাঁদের ওয়েব সিরিজ় ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, সামান্থা কেমন যেন গুমরে রয়েছেন। কোনও রকমে ভিতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তাঁর চোখ বলছে, তিনি ভাল নেই। এমনই অনুমান তাঁর ভক্তদের।

তখন ঠিক কী হয়েছিল? কোনও এক প্রশ্নের উত্তরে বরুণ তাঁর নিজের পরিবার নিয়ে কথা বলছিলেন। বরুণ বলেন, “এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজ়ে আমার চরিত্র বানিও খুব পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। তাই চরিত্রটি সহজে বুঝতে পারি।”

বরুণ নিজের স্ত্রী ও তাঁর পরিবার নিয়ে কথা বলছিলেন ঠিকই। কিন্তু দর্শকের চোখ ছিল সামান্থার উপরেই। এই কথাবার্তার সময়ে সামান্থার চোখের কোণ যেন হঠাৎই চিকচিক করে ওঠে। নেটাগরিকের কথায়, “সামান্থা বোধহয় চিৎকার করে কাঁদতে চাইছেন।” আর এক অনুরাগী লেখেন, “আমার সত্যিই সামান্থার জন্য খুব খারাপ লাগছে। তিনিও তো এমনই একটা পরিবার চেয়েছিলেন।”

সামান্থা ও চৈতন্য ২০১৯-এ তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তান ধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সে সময়ই বিচ্ছেদ ঘটে যায়। এখন শোনা যাচ্ছে, নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিয়ে করছেন তারা। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরই শোভিতার গলায় মালা দিতে চলেছেন এই নায়ক।