img

স্ক্যালোনিকে পেতে প্রাথমিক আলোচনা শুরু করেছে রিয়াল

প্রকাশিত :  ০৮:২৭, ২৮ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৯:৪৪, ২৮ নভেম্বর ২০২৩

স্ক্যালোনিকে পেতে প্রাথমিক আলোচনা শুরু করেছে রিয়াল

আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিওনেল স্ক্যালোনি এমন গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আর্জেন্টিনার এক বিশ্বস্ত সংবাদমাধ্যম দাবি করেছে, স্ক্যালোনিকে পেতে এরই মধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরই । সেদিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্ক্যালোনি। এর পরই দায়িত্ব ছাড়ার কারণগুলো জানতে উঠেপড়ে লাগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো।

এরই মধ্যে কিছু বিষয়ে ধারণা করা যায় স্ক্যালোনির দায়িত্ব ছাড়ার কারণ। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপের বোনাস না পাওয়া, আর্জেন্টিনা ফুটবলের প্রধান তাপিয়ার সকল বিষয়ে নাক গলানোর কারণেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন তিনি। যদিও স্ক্যালোনি কি কারণে দায়িত্ব ছাড়তে চান তা মুখ খুলে এখনো বলেননি।

স্ক্যালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনার পরই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পেতে উঠেপড়ে লেগেছে। চলতি মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। যার কারণে এখন থেকেই নতুন কোচের সন্ধান করছে রিয়াল।

আর্জেন্টিনার একটি ফুটবলবিষয়ক খবরের বিশ্বস্ত ওয়েবসাইট ‘দবলে আমারিয়া’র বরাত দিয়ে দেশটির পত্রিকা মুন্দো আলবিসেলস্তে জানিয়েছে, আনচেলত্তির জায়গা পূরণ করতে নাকি এরই মধ্যে স্ক্যালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল।

লিওনেল স্ক্যালোনি ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন । রাশিয়ায় সেবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়া আর্জেন্টিনা দলকে আবার পুনর্গঠন করেন তিনি। মেসিকে কেন্দ্র করে দলকে তিনি দারুণভাবে সাজান। এরপর একে একে জয় করেন কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ।

স্ক্যালোনি এবার কি জাতীয় দলের পাট চুকিয়ে ক্লাব ফুটবলের কোচিংয়ে নাম লেখান কিনা সেটাই দেখার বিষয়।  

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ

প্রকাশিত :  ১৪:৫৪, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:০৩, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

আইসিসি আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতিবিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন সোহেলি। বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলির বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৩ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত। তিনি সেই বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। তবে দেশে থেকেই দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। এছাড়াও আরও কয়েকটি অভিযোগ আছে তার বিরুদ্ধে।

ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতেই সোহেলির বিরুদ্ধে তদন্ত করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। শুরুতে অস্বীকার করলেও পরে নিজের দায় স্বীকার করে নেন ৩৬ বছর বয়সী স্পিনার। এই বিষয়ে পরবর্তীতে আর শুনানির প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে তার শাস্তি।

যে ধারাগুলো ভঙ্গের দায়ে সোহেলির শাস্তি হয়েছে, এর মধ্যে প্রথমটি হলো, কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনুচিতভাবে প্রভাবিত করার জন্য বা এ ধরনের প্রচেষ্টার অংশ হিসেবে কোনো চুক্তি বা প্রচেষ্টায় জড়িয়ে যাওয়া বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করার মাধ্যমে ফিক্সিং বা ম্যাচ প্রভাবিত করার চেষ্টা।

এই প্রচেষ্টায় সফল হওয়ার জন্য নিজে বাজি ধরা, অন্য কাউকে দিয়ে ঘটানোর জন্য কোনো উপঢৌকন নেওয়া বা দেওয়ার জন্য সম্মত হওয়ার কথা বলা হয়েছে আরেকটি ধারায়।

কোনো ক্রিকেটার বা ম্যাচ সংশ্লিষ্ট কাউকে নিয়ম ভাঙতে সরাসরি বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা বা সহায়তার কথা উল্লেখ আছে আরেকটি অনুচ্ছেদে। ফিক্সিং বা দুর্নীতির প্রস্তাব পাওয়া বা প্রক্রিয়ার ব্যাপারটি আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগকে অবহিত করেননি তিনি। এটিই আইনের লঙ্ঘন। এছাড়াও তদন্ত শুরু হওয়ার পর দুর্নীতিবিরোধী বিভাগের কাজে বাধা দেওয়া কিংবা প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ দলের হয়ে সোহেলি সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে। সব মিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন। উইকেট নিয়েছেন সব মিলিয়ে ১১ টি, রান করেছেন ৬।