
স্ক্যালোনিকে পেতে প্রাথমিক আলোচনা শুরু করেছে রিয়াল

আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন লিওনেল স্ক্যালোনি এমন গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আর্জেন্টিনার এক বিশ্বস্ত সংবাদমাধ্যম দাবি করেছে, স্ক্যালোনিকে পেতে এরই মধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরই । সেদিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্ক্যালোনি। এর পরই দায়িত্ব ছাড়ার কারণগুলো জানতে উঠেপড়ে লাগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো।
এরই মধ্যে কিছু বিষয়ে ধারণা করা যায় স্ক্যালোনির দায়িত্ব ছাড়ার কারণ। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপের বোনাস না পাওয়া, আর্জেন্টিনা ফুটবলের প্রধান তাপিয়ার সকল বিষয়ে নাক গলানোর কারণেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন তিনি। যদিও স্ক্যালোনি কি কারণে দায়িত্ব ছাড়তে চান তা মুখ খুলে এখনো বলেননি।
স্ক্যালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনার পরই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পেতে উঠেপড়ে লেগেছে। চলতি মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। যার কারণে এখন থেকেই নতুন কোচের সন্ধান করছে রিয়াল।
আর্জেন্টিনার একটি ফুটবলবিষয়ক খবরের বিশ্বস্ত ওয়েবসাইট ‘দবলে আমারিয়া’র বরাত দিয়ে দেশটির পত্রিকা মুন্দো আলবিসেলস্তে জানিয়েছে, আনচেলত্তির জায়গা পূরণ করতে নাকি এরই মধ্যে স্ক্যালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল।
লিওনেল স্ক্যালোনি ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন । রাশিয়ায় সেবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়া আর্জেন্টিনা দলকে আবার পুনর্গঠন করেন তিনি। মেসিকে কেন্দ্র করে দলকে তিনি দারুণভাবে সাজান। এরপর একে একে জয় করেন কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ।
স্ক্যালোনি এবার কি জাতীয় দলের পাট চুকিয়ে ক্লাব ফুটবলের কোচিংয়ে নাম লেখান কিনা সেটাই দেখার বিষয়।