একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’
বিশ্বব্যাপী আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি । একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
গত ২৩ নভেম্বর মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। আর মুক্তির পরই রীতিমতো ঝড় তুলেছে ট্রেলারটি।
রণবীরের অভিনয় এবং লুক নজর কেড়েছে নেটিজেনদের। এরপর থেকেই বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।
জানা গেছে, একইদিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিমেল’। ইতোমধ্যে সিনেমাটি আমদানির সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশে সিনেমাটি আনছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস।
বাংলাদেশে ‘অ্যানিমেল’র মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম কিবরিয়া লিপু বলেন, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আশা করছি, সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দিতে পারব সিনেমাটি।
মূলত হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে ‘অ্যানিমেল’র গল্প। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।
প্রসঙ্গত, প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে রণবীরের ‘অ্যানিমেল’। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।