img

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা

প্রকাশিত :  ০৯:১১, ২৯ নভেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা। এতে করে ভোটের মাঠে দুই চৌধুরী আর জয়া সেনের জোর টক্করের আভাস পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

মঙ্গলবার দুপুরে জয়া সেনের অনুসারী নেতাকর্মীরা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকেই এ আলোচনা চলছে জোরেশোরে।

এদিকে এর আগেই সুনামগঞ্জ-২ আসনে এবার দুই চৌধুরীর জমজমাট ভোটের লড়াই হবে বলে মনে করছিলেন স্থানীয়রা। তাদের একজন শাল্লা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর ছেলে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)। অন্যজন এ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম জিলানী চৌধুরীর ছেলে মাহমুদ হাসান চৌধুরী রানা।

২০১৭ সালের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। এবার তার পরিবর্তে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে আল-আমিন চৌধুরীকে।

আল-আমিন চৌধুরী বলেন, ‘বাবা তৃণমূলের নিবেদিত একজন নেতা হিসেবে ভাটি অঞ্চলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে গেছেন। তার পথ অনুসরণ করে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এ আসনটি দলীয় হাইকমান্ডকে উপহার দিতে চাই।’

এদিকে আল-আমিনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদ হাসান চৌধুরী রানা। এর আগে তিনি ১৯৯১ সালে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

নির্বাচনের ব্যাপারে বিএনএমের মাহমুদ হাসান চৌধুরী বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ হলে দিরাই-শাল্লার মানুষ আমাকে মূল্যায়ন করার সুযোগ পাবে।’

জয়া সেনের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্য জয়া সেনগুপ্তা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য বলেন। এর পরই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ বুধবার তিনি এলাকায় আসবেন।

দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় জানান, এমপি জয়া সেন বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

এ ব্যাপারে জয়া সেনগুপ্তার বক্তব্য জানা যায়নি। এর আগে ২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর জয়া সেনগুপ্তা নির্বাচন না করার কথা জানিয়েছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুরু থেকেই আল-আমিন ও মাহমুদ হাসান চৌধুরীর মধ্যে ভোটের জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। জয়া সেনগুপ্তা মাঠে নামায় এ আসনে ত্রিমুখী টক্কর সুনিশ্চিত। জমজমাট হবে সুনামগঞ্জ-২-এর ভোটযুদ্ধ।

img

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত অর্ধশত

প্রকাশিত :  ১৫:০২, ০৩ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৭:৪২, ০৩ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় নানাভাবে আহত হয়েছেন ৩০ জন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন:  মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরীকে (৪২) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ জানায়, রাড়ইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকদ্দমা।

মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলার তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত সাগর দাস গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছড়রা গুলি দেখা গেছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বললেন, আমি শুনেছি সাতজন গুলিবিদ্ধ হয়েছে। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।



সিলেটের খবর এর আরও খবর