img

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

প্রকাশিত :  ০৩:৫৮, ০২ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ০৪:১১, ০২ ডিসেম্বর ২০২৩

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ২। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।

এর আগে ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়।

এছাড়া গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

চলতি বছরে এখন পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।



বাংলাদেশ এর আরও খবর

img

স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসের বাস্তবায়ন হয়নি: যৌক্তিক ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ফের লংমার্চের হুঁশিয়ারি

প্রকাশিত :  ১১:২২, ২৩ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:২৩, ২৩ এপ্রিল ২০২৫

ম্যাটস শিক্ষার্থীদের দেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসে বাস্তবায়ন হয়নি বিধায় যৌক্তিক ৪ দফা তারা ফের লংমার্চের হুঁশিয়ারি দিয়েছে।

ম্যাটস শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক ৪ দফা দাবি নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সমন্বয়ক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, “গত ২২ জানুয়ারি শাহবাগে ৬ ঘন্টা ব্লকেড কর্মসূচি এবং ৯ ফেব্রুয়ারি শাহবাগ টু স্বাস্থ্য মন্ত্রণালয়—এই দুটি বিশাল কর্মসূচির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবিগুলো মেনে নিয়ে দুটি ‘নোট অব ডিসকাশন’ প্রকাশ করে। এতে বলা হয়েছিল, তিন দিনের মধ্যে নিয়োগ প্রদান, স্বতন্ত্র বোর্ড গঠন, উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ও কোর্স কারিকুলামের মানোন্নয়ন করা হবে। কিন্তু বাস্তবতায় এর কিছুই এখনো বাস্তবায়ন হয়নি।”

তিনি আরও বলেন, “দুই মাস পার হয়ে গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ প্রদান করেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকার যে উদাসীনতা দেখাচ্ছে, তা মেনে নেওয়া যায় না। যদি অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তবে সারাদেশের সকল ম্যাটস শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং পেশাজীবীদের নিয়ে আমরা 'ঢাকা মুখী লংমার্চ-২' কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।”

ম্যাটস শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের পথে যাবার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ এর আরও খবর