img

দিরাইয়ে অর্ধকোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশিত :  ০৬:৫০, ০২ ডিসেম্বর ২০২৩

 দিরাইয়ে অর্ধকোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

ভ্রাম্যমাণ আদালত সুনামগঞ্জের দিরাই বাজারে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টায় দিরাই পৌর শহরের মধ্য বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন\'র নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ লাখ মিটার কারেন্ট জাল ও ১শতটি চায়না দোয়ারী জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা রোডস্থ বিএডিসি মাঠে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌর শহরের মধ্য বাজারে বিল্পব শর্মা ও দেবেশ রায়ের দোকান থেকে ৯ লাখ মিটার কারেন্ট জাল ও ১শতটি চায়না দোয়ারী রিং ছাই আটক করা হয়।  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর অধিনে দিরাই বাজারের ব্যবসায়ী বিপ্লব শর্মাকে ৩ হাজার ও দেবেশ রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার এসআই আব্দুস সাত্তার, এসআই অরুপ বিশ্বাস ও পুলিশ সদস্যবৃন্দ।

সিলেটের খবর এর আরও খবর

img

আজও শ্রীমঙ্গলের তাপমাত্রা ৮.৫ ডিগ্রী সেলসিয়াস

প্রকাশিত :  ০৪:৫৮, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

সংগ্রাম দত্ত: সারা দেশের মধ্যে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত শনি ও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 

 উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার (১০ ফেব্রুয়ারি)। সেদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর