img

সিদ্ধান্ত চূড়ান্ত, ইসরাইল হামলা বন্ধ না করলে কোনো আলোচনা নয়

প্রকাশিত :  ০৫:০৬, ০৩ ডিসেম্বর ২০২৩

সিদ্ধান্ত চূড়ান্ত, ইসরাইল হামলা বন্ধ না করলে কোনো আলোচনা নয়

হামলা বন্ধ না করলে ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালেহ আল -আরোরি।

তিনি শনিবার বলেন, হামাসের হাতে এখন যেসব বন্দী আছে তারা ইসরাইলি সৈন্য এবং বেসামরিক নাগরিক। আবার এসব বেসামরিক নাগরিক আগে সেনাবাহিনীতে কাজ করেছিল। যুদ্ধবিরতি এবং সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দিলে তাদেরকে ছাড়া হবে না।

তিনি বলেন, \'যুদ্ধকে তার গতিতে চলতে দিন। এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা এ নিয়ে আপস করব না।

এদিকে শনিবার হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় দু\'শ\'র বেশি লোক নিহত হয়েছে।

মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরাইলের

আলোচনায় ‘অচলাবস্থা’ সৃষ্টি হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় যাওয়া গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরাইল। শনিবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় ‘অচলাবস্থা’ সৃষ্টি হওয়ায় মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করেনি। তাদের সাথে চুক্তি ছিল, তারা সকল নারী ও শিশু বন্দীদের ছেড়ে দেবে। এ সংক্রান্ত একটি তালিকাও হামাসের কাছে দেয়া হয়েছিল। এটি অনুমোদনও তারা দিয়েছিল।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মোসাদ প্রধান সিআইএ প্রধান, মিসরের গোয়েন্দা মন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন। যাদের অসাধারণ প্রচেষ্টায় গাজা উপত্যকা থেকে ৮৪ ইসরাইলি নারী ও শিশু এবং ২৪ জন বিদেশী নাগরিক মুক্তি পেয়েছেন।’

এর আগে শনিবারই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, হামাস ও ইসরাইলের মধ্যে নতুন যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারে যাচ্ছে মোসাদের একটি দল। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই মোসাদের সদস্যদের ফিরে আসার নির্দেশনা দেয়া হয়েছে।

এরমাধ্যমে মূলত হামাস ও ইসরাইলের মধ্যে আপাতত নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ হয়ে গেছে।

সূত্র : আলজাজিরা, রয়টার্স, টাইমস অব ইসরাইল

img

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৬ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত :  ০৭:০৬, ১৪ নভেম্বর ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণে সীমান্তের কাছে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ছয়জন সেনা নিহত হয়। এনিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হলো। গত সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।  

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামে একটি ভবনের ভেতরে অন্তত চারজন হিজবুল্লাহ সদস্যের সঙ্গে গুলি বিনিময়ে সেনারা নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত একজন সেনা হালকা আহত হয়েছেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় হিজবুল্লাহর চারজনই নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মাত্রা কমছে না। 

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অতর্কিত বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।