img

মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত :  ০৫:৫৩, ০৩ ডিসেম্বর ২০২৩

মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১\r\n আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল \r\nকরেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র\r\n বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

\r\n\r\n

এ ছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আরও তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

\r\n\r\n

বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন— গোলাম রাব্বানী, আখতারুজ্জামান আক্তার ও আয়েশা আক্তার জাহান ডালিয়া। 

\r\n\r\n

রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। \r\nসূত্রমতে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল করা\r\n হয়েছে বলে। 

\r\n\r\n

এদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার \r\nফেরিফায়েড ফেসবুকে আগাম একটি পোস্ট দিয়ে লেখেন, যেটা খবর পেলাম সেটা যদি \r\nসত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তার পর তিনি লেখেন \r\nযুদ্ধ ঘোষণা হবে কালকে।

\r\n
\r\n\r\n
\r\n \r\n \r\n

img

নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া

প্রকাশিত :  ০৮:৩৭, ০৩ ডিসেম্বর ২০২৪

বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া। গেল এক বছর ধরে চলছে এই চর্চা। যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকা পালন করছেন দুজনেই। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন ঐশ্বরিয়া। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। 

সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। 

২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।