মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১\r\n আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল \r\nকরেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র\r\n বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ ছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আরও তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
\r\n\r\nবাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন— গোলাম রাব্বানী, আখতারুজ্জামান আক্তার ও আয়েশা আক্তার জাহান ডালিয়া।
\r\n\r\nরাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। \r\nসূত্রমতে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল করা\r\n হয়েছে বলে।
\r\n\r\nএদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার \r\nফেরিফায়েড ফেসবুকে আগাম একটি পোস্ট দিয়ে লেখেন, যেটা খবর পেলাম সেটা যদি \r\nসত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তার পর তিনি লেখেন \r\nযুদ্ধ ঘোষণা হবে কালকে।
\r\n