img

নিউইয়র্কে লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন’র থিম পার্টি অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:০৪, ০৪ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্কে লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন’র থিম পার্টি অনুষ্ঠিত

নিউইয়র্কের লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন অব লেহম্যান কলেজ’র উদ্যোগে থিম পার্টি অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ভাষাভাষী ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে গত ২৯ নভেম্বর আনন্দ উৎসাহের মাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হয়। থিম পার্টির আয়োজনের মধ্যে ছিল উপস্থিত ছাত্রছাত্রীদের অংশগ্রহনে আনন্দ আড্ডা, গেটটুগেদার ও মধ্যাহ্ন ভোজ।

সম্প্রতি লেহম্যান কলেজে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত হয় সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন অব লেহম্যান কলেজ। ক্লাবের সভাপতি জুলফা বেগম, ভাইস প্রেসিডেন্ট নিশাত আনিকা, সামাজিক মিডিয়া কোর্ডিনেটর মারুফা সুলতানা, ইভেন্ট ড্রাইরেক্টর তাসনিয়া ইসলাম, সদস্য সাদিয়া রহমান, ফাতেমা রহমান, হোমাহেরা, দেবেনা, আরিয়ানা, শ্রীয়া, তাইফা, অমি খানম, লুৎফা বেগম।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর