img

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবাইকে ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের

প্রকাশিত :  ০৫:১৫, ২৪ জানুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবাইকে ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জাতিসঙ্ঘ এবং এর সংস্থাগুলোর স্টাফ হিসেবে ইয়েমেনে কর্মরত সকল মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের এক মাসের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। জাতিসঙ্ঘের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ওই নির্দেশ-সংবলিত চিঠিটি ইস্যু করা হয়েছিল ২০ জানুয়ারি। এতে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় জাতিসঙ্ঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে বলা হয়, তাদের ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগ করতে হবে।

চিঠিতে বলা হয়, \'তাদেরকে চূড়ান্ত সীমা অতিক্রমের আগেই যত দ্রুত সম্ভবত চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।\'

হুতিরা ইয়েমেনের একটি অংশের ওপর নিয়ন্ত্রণ রাখলেও পুরো দেশের প্রায় সব স্থানে তাদের প্রভাব রয়েছে।

জাতিসঙ্ঘের এক কর্মকর্তা হাউছিদের চিঠিটি পাওয়ার কথা এএফপিকে নিশ্চিত করেছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, \'জাতিসঙ্ঘ এবং এর অংশীদারদের বিষয়টি মনে রাখতে হবে এবং পরবর্তী পর্যায়ে কী হয়, তার জন্য আমরা অপেক্ষা করছি।\'

উল্লেখ্য, ইয়েমেনে জাতিসঙ্ঘের মানবিক সমন্বয়কারী পিটার হাউকিন্সও ব্রিটিশ নাগরিক।

হুতিদের অবস্থানে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের হামলার প্রেক্ষাপটে দেশ দুটির নাগরিকদের বহিষ্কার করার নির্দেশ দিলো তারা। উল্লেখ্য, হাউছিরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইল-সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। তারা বলছে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে তারা এই হামলা অব্যাহত রাখবে।

প্রায় এক দশক ধরে হুতিরা সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ ইয়েমেনকে আরব উপদ্বীপের সবচেয়ে গরিব দেশে পরিণত করেছে।

সূত্র : আরব নিউজ

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

প্রকাশিত :  ১০:২৮, ২৭ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) এ তথ্য জানায় জিওটিভি নিউজ।

লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশন ভবনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা।

এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।

এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৭টি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দূতাবাসে হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিল।

প্রসঙ্গত, পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম। পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান অসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসিম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত।

তিনি বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম।


যুক্তরাজ্য এর আরও খবর