img

হুথিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজে ছিলেন বাংলাদেশি ক্রু

প্রকাশিত :  ১৩:১৫, ২৭ জানুয়ারী ২০২৪

হুথিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজে ছিলেন বাংলাদেশি ক্রু

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন-ব্রিটিশ যৌথ আগ্রাসনের জবাবে ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এডেন উপসাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী ব্রিটিশ ট্যাংকারে ছিলেন একজন বাংলাদেশি ক্রু। শনিবারের হামলায় বাণিজ্য জাহাজটিতে আগুন ধরে বলে জানিয়েছিল বিবিসি ও সিএনএন।

এছাড়াও জাহাজটিতে ২২ জন ভারতীয় ক্রু ছিলেন। ভারতীয় নৌবাহিনী তার বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইতিমধ্যে জাহাজটির আগুন নেভাতে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম কাজ শুরু করেছে।

হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিতে হামলা চালিয়েছে। ব্রিটিশ এ জাহাজের অপারেটর জানিয়েছে, এডেন উপসাগরে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে কার্গো ট্যাংকে আগুন ধরেছে। আগুন নেভাতে নির্বাপক যন্ত্র মোতায়েন করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন, ট্যাংকারটিতে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং জাহাজটির বিপদে পড়ার সংকেত পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ সাহায্য করতে এগিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সরকার এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রাশিয়া

প্রকাশিত :  ০৮:০১, ২৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত রাশিয়ার কুরস্ক অঞ্চলে একজন ‘ব্রিটিশ ভাড়াটে সেনা’কে আটক করেছে রুশ বাহিনী। নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ওই এলাকা এখনো আংশিকভাবে কিয়েভ বাহিনী নিয়ন্ত্রণ করছে।  

রাশিয়ান সূত্রটি গতকাল রবিবার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে আরআইএকে বলেছে, ‘গ্রেট ব্রিটেনের একজন ভাড়াটে সেনা নিজের নাম জানিয়েছে।

তিনি তার নাম বলেছে, জেমস স্কট রিস অ্যান্ডারসন। তাকে বন্দি করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনানুষ্ঠানিক রাশিয়ান একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন দাড়িওয়ালা যুবক, তিনি সামরিক পোশাক পরে আছেন। তার হাত দুটি পেছনে বাঁধা বলে মনে হচ্ছিল।

তিনি ইংরেজিতে বলেছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলেছেন এবং তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিও এবং আরআইএ ও অন্যান্য মিডিয়ার প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। 

ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে বিবিসি এর আগে জানিয়েছিল, ‘ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা এক ব্রিটিশ ব্যক্তিকে আটকের প্রতিবেদন দেখার পর তার পরিবারকে সমর্থন করছে।’

ইউক্রেন বাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে আশ্চর্যজনক অনুপ্রবেশ ঘটিয়েছিল। তারা রাশিয়ার এ অঞ্চলের কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

সূত্র : রয়টার্স


যুক্তরাজ্য এর আরও খবর