মস্তিষ্কে তারবিহীন চিপ বসালো নিউরালিংক
ইলন মাস্কের কম্পানিসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানই মানুষের মস্তিষ্কে চিপ বসানোর মতো বৈপ্লবিক কাজের চেষ্টা করছিল। এবার নানা বিস্ময়কর প্রকল্পের জন্য পরিচিত ইলন মাস্ক বললেন, তাঁর প্রতিষ্ঠান সফলভাবে একজন মানুষের মগজে চিপ বসিয়েছে। তারবিহীন অর্থাৎ ওয়্যারলেস এই চিপের ভালো কার্যকারিতা দেখা গেছে বলেও দাবি করেছেন তিনি।
২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে এই চিপ বসানো হয়েছে। যদিও গোপনীয়তার কারণে ঐ ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। ২৯ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক এ তথ্য নিশ্চিত করেছেন।
এক্স পোস্টে মাস্ক জানান, ‘প্রাথমিক ফল বেশ ভালো। রোগীর নিউরন স্পাইক করছে বা নার্ভ সাড়া দিচ্ছে। রোগী সেরে উঠছেন’।
এ বিষয়ে বিস্তারিত ধারণা দিতে গিয়ে তিনি বলেন, এটিকে টেলিথেরাপি বলা যেতে পারে। কারণ মস্তিষ্কে তারবিহীন এ চিপটি বসানোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি তার ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে। এক্ষেত্রে তাকে হাত-পা কিছুই ব্যবহার করতে হবে না। শুধু চিন্তা করলেই চলবে’।
মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন গত বছর সেপ্টেম্বরে নিউরালিংকে মানুষের মস্তিষ্কে কয়েক সদৃশ এই চিপ বসানোর অনুমতি দিয়েছিল। মানুষের ওপর সফলভাবে চিপ বসানোর আগে বানরের মস্তিষ্কে চিপ বসানো হয়। তবে এই পদ্ধতি নতুন কিছু নয়। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের আরেক নিউরোপ্রযুক্তি কোম্পানি ব্ল্যাকরক নিউরোটেক মানুষের মস্তিষ্কে চিপ বসায়। নিউরোলিং বাদে আরও কয়েকটি কোম্পানি এমন চিপ বানানোর কাজে নিযুক্ত রয়েছে।
সূত্র: রয়টার্স