সহায়তাকারী আটক

img

লন্ডনে আব্দুশ শুকুর এজেদিকে ধরিয়ে দিতে ২০ হাজার পাউন্ড ঘোষণা

প্রকাশিত :  ০৯:০৩, ০৬ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:০৮, ০৬ ফেব্রুয়ারী ২০২৪

লন্ডনে আব্দুশ শুকুর এজেদিকে ধরিয়ে দিতে ২০ হাজার পাউন্ড ঘোষণা

সাউথ লন্ডনে মা ও তার দুই মেয়ের উপর রাসায়নিক পদার্থ দিয়ে হামলাকারী আব্দুশ শুকুর এজেদি পলাতক রয়েছেন। তাকে সহায়তাকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ বছর বয়সী এই ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। গত বুধবার লন্ডনে মা ও তার দুই মেয়ের উপর হামলার পর থেকে পলাতক রয়েছে আব্দুল শুকুর এজেদি।

পুলিশ জানায় সোমবার ভোরে অভিযান চালিয়ে এজেদিকে সহায়কারী ব্যক্তিকে আটক করতে সমর্থ হয় পুলিশ। একই সাথে বুধবার রাতে সাউথওয়ার্ক ব্রিজ এলাকায় আব্দুল শুকুর এজিদিকে নতুন করে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আহমদ ৩১ বছর বয়সী মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান চোখ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাতে পারেন। পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন তার এই ক্ষতি সারাজীবনে বয়ে বেড়াতে হবে।


আরও পড়ুন: ব্রিটেন-আমেরিকায় পাল্টা হামলার হুমকি হুথিদের


তবে আহত দুই শিশু তেমন মারাত্মক আহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। আহত মহিলার সাথে আক্রমনকারী এজিদের কি সম্পর্ক রয়েছে তা জানার চেস্টা চালিয়ে যাচ্ছে। তবে আহত দুই শিশুর পিতা এজিদ নয় তা নিশ্চিত করা গেছে।

এদিকে এজেদিকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। আব্দুল শুকুর এজেদি নামক এই ব্যক্তিকে আটক করতে সহায়তা করলে ২০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষনা করেছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে আব্দুল শুকুরকে সর্বশেষ ৩১ জানুয়ারী টাওয়ার হিল আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বের হতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাকে ধরিয়ে দিতে জনগনের সহায়তা চেয়েছে মেট পুলিশ।

গত বুধবার সন্তেহভাজন শুকুর ক্ষতিকর পদার্থ দিয়ে ক্লাফহামে মা ও মেয়ের উপর হামলা চালায় এতে ৩ ও আট বছর বয়সী শিশু মারাত্মক আহত হয়।

মেট পুলিশ জানিয়েছে যে পর্দাথ দিয়ে আক্রমন করা হয়েছে, তা পরিক্ষা করে দেখা গেছে খুবই শক্তিশালী ক্ষতিকর পদার্থ। তাই শুকুরকে ধরতে পুলিশ লন্ডনের ২টি এবং নিউক্যাসলের তিনটি ঠিকানায় ইতিমধ্যে তাল্লাশি চালিয়েছে।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

পশ্চিম লন্ডনে ১০ দিনেরও বেশি সময় বাথটাবে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৪:১২, ১৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২৫, ১৫ মার্চ ২০২৫

পশ্চিম লন্ডনের ব্রেন্টফোর্ডে এক ব্যক্তি ১০ দিনেরও বেশি সময় ধরে বাথটাবে মৃত অবস্থায় পড়ে থাকতে পারেন বলে তদন্তে উঠে এসেছে। ৪৬ বছর বয়সী জেসন লায়ন্সের মরদেহ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিম লন্ডনের একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়। তিনি মৃত্যুর মাত্র ১১ দিন আগে ব্রিক্সটন কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

পুলিশের তদন্তে দেখা গেছে, তার শরীরের নিচে একটি আয়না ও রূপালি ফয়েলের মধ্যে ‘পোড়া ছাইয়ের মতো’ একটি অজানা পদার্থ পাওয়া যায়। যুক্তরাজ্যের কারাগার ও প্রবেশন ওম্বুডসম্যান (PPO) এই ঘটনা তদন্ত করে, যারা ইংল্যান্ড ও ওয়েলসের বর্তমান ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বন্দিদের মৃত্যুর কারণ খতিয়ে দেখে।

জেসন লায়ন্স ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে এইচএমপি ব্রিক্সটন থেকে মুক্তি পান এবং ২৬ সেপ্টেম্বর তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে তার মরদেহ গুরুতরভাবে পচে যাওয়ায় ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ২০২৪ সালের এপ্রিলে এক করোনার (ময়নাতদন্তকারী) জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ নেই।

PPO-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লায়ন্স অতীতে মাদক সেবনের ইতিহাস থাকলেও তিনি কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে, তিনি মাদকমুক্ত এবং কোনো সহায়তা প্রয়োজন নেই।

এছাড়া, তিনি উদ্বেগ ও হতাশায় ভুগছিলেন, তবে তার কারাগার থেকে মুক্তির আগে তার আত্মহত্যার ঝুঁকি বা উচ্চতর বিপদের কোনো লক্ষণ দেখা যায়নি বলে PPO জানায়।

কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না

PPO প্রধান অ্যাড্রিয়ান উশার জানান, এই ঘটনায় কারাগার বা প্রবেশন কর্মকর্তাদের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি, তবে মৃত্যুর পরিস্থিতি ‘উদ্বেগজনক’।

তিনি আরও বলেন, “সম্ভবত, তিনি ১০ দিনেরও বেশি সময় আগে মারা গিয়েছিলেন, তারপর তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনা কারাগার ও প্রবেশন বিভাগের কর্মীদের জন্য একটি সতর্কবার্তা যে, যারা মুক্তির পর সহায়তা নিতে অস্বীকার করেন বা পুনর্বাসন সেবায় অংশ নেন না, তারা আরও বেশি ঝুঁকির মধ্যে থাকেন।”

যুক্তরাজ্য এর আরও খবর