
ইজতেমায় ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামায়াতের সাদের অনুসারীরব অংশ নিয়েছেন। ৮৮টি খিত্তায় বিভক্ত ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে জিকির আসকারে মশগুল, চলছে ধর্মীয় বয়ান। মুসল্লিদের সুযোগ সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয় নিষ্কাশনসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও মুসল্লিদের চিকিৎসায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।
মুসল্লিরা বলেছেন, ইবাদত, বন্দেগী আর ধর্মীয় বয়ান শুনে তারা সময় পার করছেন। এখানে ঈমান, আলমসহ তাবলীগ জামাতের ৬ উসুল নিয়ে আলোচনা হবে। দ্বীনের মেহনত ও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইজতেমার ময়দানে এসেছেন।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর মাগরিব পর্যন্ত চলে ধর্মীয় বয়ান।
তিনি বলেন, শুক্রবার ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় তালিমের মৌজু করবেন মাওলানা ইলিয়াস। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
মোহাম্মদ সায়েম আরও জানান, জুমার পরে আরবি বয়ান করবেন শেখ মোফলে। বাংলা তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা অনুবাদ করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ
ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। নামাজ ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টার দিকে এ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ কাজ করছে। যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারের উপরে বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
বার্ধক্য জনিত কারণে আরও এক মুসুল্লির মৃত্যু হয়েছে। মৃত নবীর উদ্দিন (৬৫) জামালপুর জেলার গোয়ালের চর গ্রামের ছবির উদ্দিনের ছেলে। গেল রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে ইজতেমা ময়দানে আগত ৫ মুসল্লির মৃত্যু হয়। আগামী রোববার যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।