img

ইজতেমায় ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

প্রকাশিত :  ০৫:৪১, ০৯ ফেব্রুয়ারী ২০২৪

ইজতেমায় ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামায়াতের সাদের অনুসারীরব অংশ নিয়েছেন। ৮৮টি খিত্তায় বিভক্ত ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে জিকির আসকারে মশগুল, চলছে ধর্মীয় বয়ান। মুসল্লিদের সুযোগ সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয় নিষ্কাশনসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও মুসল্লিদের চিকিৎসায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

মুসল্লিরা বলেছেন, ইবাদত, বন্দেগী আর ধর্মীয় বয়ান শুনে তারা সময় পার করছেন। এখানে ঈমান, আলমসহ তাবলীগ জামাতের ৬ উসুল নিয়ে আলোচনা হবে। দ্বীনের মেহনত ও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইজতেমার ময়দানে এসেছেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর মাগরিব পর্যন্ত চলে ধর্মীয় বয়ান।

তিনি বলেন, শুক্রবার ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় তালিমের মৌজু করবেন মাওলানা ইলিয়াস। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

মোহাম্মদ সায়েম আরও জানান, জুমার পরে আরবি বয়ান করবেন শেখ মোফলে। বাংলা তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা অনুবাদ করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ

ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। নামাজ ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টার দিকে এ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ কাজ করছে। যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারের উপরে বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

বার্ধক্য জনিত কারণে আরও এক মুসুল্লির মৃত্যু হয়েছে। মৃত নবীর উদ্দিন (৬৫) জামালপুর জেলার গোয়ালের চর গ্রামের ছবির উদ্দিনের ছেলে। গেল রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে ইজতেমা ময়দানে আগত ৫ মুসল্লির মৃত্যু হয়। আগামী রোববার যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।

img

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশিত :  ১৭:১৬, ২৫ এপ্রিল ২০২৫

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান তিনি।

এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইতালির উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামীকাল শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিশ্বের নানা দেশের নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন। তা ছাড়া অন্য বিশ্বনেতাদের মধ্যে ফ্রান্সিসের জন্মভূমি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

জানা গেছে, শেষকৃত্যের শেষে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে।

এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।

পোপ ফ্রান্সিস প্রথা ভেঙে সেন্ট পিটার্সের বদলে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে পোপ ফ্রান্সিসের বহু পূর্বসূরির সমাধি আছে।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি বছরের প্রথম দিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন।

প্রায় এক মাস আগে তিনি হাসপাতাল থেকে ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন।

ইস্টার সানডে উপলক্ষে রবিবার সেন্ট পিটার্স স্কয়ারেও হাজির হয়েছিলেন। কিন্তু তার পরদিন সকালে ভ্যাটিকান তার মৃত্যুর খবর জানায়।