ফের জুটি বাঁধলেন মুশফিক-তিশা
নানা গুঞ্জনের পর ফের একসাথে জুটি বেঁধেছেন তিশা-মুশফিক। ভালোবাসা দিবস উপলক্ষে নাটক ‘সেই তুমি’ তে জুটি বেঁধেছেন তারা । নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।।
গত বছরের শেষের দিকে এসে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতা মুশফিক আর ফারহানের। ছড়িয়ে পড়েছিল তাদের প্রেম-বিচ্ছেদের গুঞ্জন। তারপর থেকে একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার দূরত্ব ঘুচল। ফের একসঙ্গে পর্দায় ফিরলো তারা।
অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে।
আরও পড়ুন: মহানবী (সা)-কে অবমাননার প্রতিবাদে তানজিন তিশার পোস্ট
নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ‘সেই তুমি’ প্রযোজনা করেছে সিএমভি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।