img

সিলেটের বাজারে বেড়েছে ব্রয়লার ও শুঁটকির দাম

প্রকাশিত :  ০৪:৪১, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

সিলেটের বাজারে বেড়েছে ব্রয়লার ও শুঁটকির দাম

বসন্তের শুরুতে সিলেটের বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। একইভাবে বেড়েছে ডিমের দামও। স্বস্তি নেই শুঁটকির বাজারেও। দাম বেড়ে শুঁটকিও এখন নাগালের বাইরে। এ সপ্তাহে শুঁটকির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

অন্যদিকে ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থানে গরুর মাংসের কেজি ৬০০ টাকায় নামলেও সিলেটে ৭২০ থেকে ৭৫০ টাকার নিচে নামে নামেনি। উল্টো শবেবরাত ও রমজান আসার আগে গুরুর মাংসের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন মাংস বিক্রেতারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন সিলেটের লালবাজার ঘুরে দেখা যায়, বাজারটিতে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট ও রিকাবীবাজারে ২০০ থেকে ২২০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই চার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৭৫ থেকে ১৮০ টাকায়।


এছাড়াও শুক্রবার নগরীর লালবাজারে দেখা গেছে, পাইকারি দরে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকা করে। গত সপ্তাহে পাইকারি দর ছিল প্রতি হালি ৪৫ টাকা। তবে খুচরা বাজারে প্রতি হালি ডিম ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

নগরীর লালবাজারের মুরগি বিক্রেতা শাহরিয়ার হোসেন বলেন, সরবরাহ কম। এছাড়া মুরগির খাদ্যসহ আনুষাঙ্গিক খরচ বেড়েছে। যার কারণে দাম বাড়তে শুরু করেছে। রোজার আগে আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে মুরগির মতো বাজারে বেড়েছে শুঁটকির দামও। এক সপ্তাহের ব্যবধানে শুঁটকির দাম কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। শুক্রবার লালবাজারে চেলাপাতা শুঁটকি মানভেদে প্রতিকেজি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে এ শুঁটকির দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা। একইভাবে গত সপ্তাহে বাশপাতা সিঁদলের দাম ছিল ৬৫০ টাকা। এ সপ্তাহে তা বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে বোয়ালের শুঁটকি প্রতিকেজি ১৬০০ টাকা, লইট্টা ১০০০ টাকা, কাঁচকি ৬০০ টাকা ও টেংরা মাছের শুঁটকি ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

নগরীর লালবাজারের শুঁটকি ব্যবসায়ী সালেহ আহমদ বলেন, বাজারে যেসব শুঁটকির চাহিদা বেশি সেগুলোর দাম বাড়তে শুরু করেছে। মাছের দাম বাড়ায় শুঁটকির চাহিদা বেড়েছে। তবে পাইকারি বাজার থেকে অধিক দামে শুঁটকি কিনতে হচ্ছে।

এদিকে বসন্তের শুরুতে সিলেটে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। আলু, টমেটো, শিম, গাজর ও বেগুনসহ প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর বন্দর বাজারে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। এছাড়াও ফুলকপি প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৪৫ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ৮৫ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ থেকে ৩৪ টাকা, পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা ও করোলা ৮০ থেকে ৮৫ টাকা কেজি বিক্রি হয়েছে।

বন্দরবাজারে সবজি কিনতে আসা নগরীর খাসদবির এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, সবজির দাম কিছুটা কমেছে। বেশ কিছুদিন পর আলুর দামও কিছুটা কমেছে। তবে এটি এরকম থাকবে বলে মনে হচ্ছে না। রোজা আসার আগেই বেড়ে যাবে।

বাজারের সবিজ বিক্রেতা মহসিন মিয়া বলেন, আলুর দাম কমতে শুরু হওয়ায় সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া সবজির মৌসুমও শেষের দিকে। এখন কিছুদিন দাম বাড়বে না। তবে রোজার আগে সবজির সংকট দেখা দিলে দাম বেড়ে যাবে।


img

মৌলভীবাজারে ভাবী খুনের ৯ ঘন্টার মধ্যে দেবর আটক

প্রকাশিত :  ১৩:৫৪, ১৭ জানুয়ারী ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের নির্দেশনায় এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজার লাইন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক ঘাতক পালিয়ে যায়। গুরুতর আহত মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর