img

একাকিত্বে ভুগছেন মাহি

প্রকাশিত :  ০৬:৩৪, ২২ ফেব্রুয়ারী ২০২৪

একাকিত্বে ভুগছেন মাহি
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না । তার রাজনৈতিক জীবনে চূড়ান্ত ব্যর্থতার পর সংসার জীবনেও ঘন কালো মেঘ। সদ্য দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

‘সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি’, ওল্ড স্কুল ব্যান্ডের জনপ্রিয় এই গানটির মতো করে বলা যায়, ‘সময়টা আজ কেমন যেন একা হয়ে গেছেন মাহি।’ সামাজিক মাধ্যমে এমন আভাস অভিনেত্রী নিজেই দিয়েছেন।

তিনি লেখেন,— একা একা লাগে। সম্প্রত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নায়িকার। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ভোটের ভাঠেও গো হারা হেরেছেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই একাকিত্বে ভুগছেন তিনি। 


আরও পড়ুন : দ্বিতীয় সংসারও ভাঙল মাহিয়া মাহির


কয়েকদিন আগে নিজের ফেসবুক থেকে বিচ্ছেদের খবর দেন মাহি। ওই ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, \'আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।\' 

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

img

যে কারণে এখনও অবিবাহিত অভিনেত্রী পায়েল

প্রকাশিত :  ০৮:৫৯, ০৯ ডিসেম্বর ২০২৪

মাহিয়া মাহি

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। ‘আই লাভ ইউ’ সিনেমায় দেবের বিপরীতে টলিউডে অভিষেক হয় তার। ক্যারিয়ারে একাধিক তারকার সঙ্গে সিনেমা করেছেন। অনেকের সঙ্গে সম্পর্কের কথা সামনে এলেও পায়েল আজও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন।

আর কেন তার জীবনে কোনো প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি, সেই প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী। 

সম্প্রতি দাদাগিরিতে এসে আরো একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন পায়েল। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি। পায়েল বলেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার মা-বাবা।

বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই।