img

একাকিত্বে ভুগছেন মাহি

প্রকাশিত :  ০৬:৩৪, ২২ ফেব্রুয়ারী ২০২৪

একাকিত্বে ভুগছেন মাহি
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না । তার রাজনৈতিক জীবনে চূড়ান্ত ব্যর্থতার পর সংসার জীবনেও ঘন কালো মেঘ। সদ্য দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

‘সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি’, ওল্ড স্কুল ব্যান্ডের জনপ্রিয় এই গানটির মতো করে বলা যায়, ‘সময়টা আজ কেমন যেন একা হয়ে গেছেন মাহি।’ সামাজিক মাধ্যমে এমন আভাস অভিনেত্রী নিজেই দিয়েছেন।

তিনি লেখেন,— একা একা লাগে। সম্প্রত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নায়িকার। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ভোটের ভাঠেও গো হারা হেরেছেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই একাকিত্বে ভুগছেন তিনি। 


আরও পড়ুন : দ্বিতীয় সংসারও ভাঙল মাহিয়া মাহির


কয়েকদিন আগে নিজের ফেসবুক থেকে বিচ্ছেদের খবর দেন মাহি। ওই ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, \'আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।\' 

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

img

বাবার জন্মদিনে বিশেষ বার্তা সুহানার

প্রকাশিত :  ০৫:২৭, ০৩ নভেম্বর ২০২৪

মাহিয়া মাহি

নিজেকে পিতৃগর্বে গর্বিত বলে মনে করেন বলিউড বাদশাহ শাহরুখকন্যা অভিনেত্রী সুহানা খান । তিনি বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে শাহরুখের মতো, তাতে নিজেকে গর্বিতবোধ করেন। বাবার জন্মদিনে সুহানা তা প্রকাশ করলেন। 

আসমুদ্র হিমাচল হিল্লোল ওঠে একটি নামে—বলিবাদশাহ শাহরুখ খান। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার বাড়ির সামনে। রুপালি পর্দায় নায়কের টোল ফেলা হাসি ৫৯ বছরে এসেও কেড়ে নেয় রাতের ঘুম। তিনি হচ্ছেন শাহরুখ খান। দুহাত বাড়িয়ে ভালোবাসার জয়গান করেন এ অভিনেতা।

তবে বয়সের সঙ্গে সঙ্গে নায়কের চেহারায় বদল এসেছে। ‘জওয়ান’ ছবিতে তাকে দেখা গেছে বাবার ভূমিকায়। ছেলেকে রক্ষা করতে (যদিও ছেলের চরিত্রেও অভিনেতা নিজেই অভিনয় করেছেন) প্রাণ লড়িয়ে দিতে পারেন তিনি। কাঁচা-পাকা চুল, খোঁচা খোঁচা দাড়িতে গত বছর নতুন করে হিল্লোল তুলেছেন কিং খান। 

আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিং’। এ ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে জন্মদিনে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি।

শনিবার (২ নভেম্বর) ছিল শাহরুখ খানের জন্মদিন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানা শেয়ার করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সেই কোলাজে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ খান। চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা গেছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এসব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশিরভাগ ছবিতেই বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি শেয়ার করে সুহানা লিখেছেন—শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে। 

এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এর পর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তার পর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নিচে লেখা— কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?  

সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে তার বাবার মতো, তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সামাজিক যোগযোগমাধ্যমে। নিন্দুকেরা শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গর্বিত।