img

সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ

প্রকাশিত :  ০৭:১৯, ২২ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:২৯, ২২ ফেব্রুয়ারী ২০২৪

সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ
শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের দীর্ঘদিন ধরে হাতে ওঠেনি কোনো পুরস্কার। এ নিয়ে মনে মনে হতাশার বীজ বুনেছিলেন শাহরুখ খান। তবে গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাফল্যের শীর্ষে উঠেছিলেন বলিউডের এই হিরো। আর এই বছরের শুরুতে পুরস্কারের খরাও কাটল কিং খানের। এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন- করিনা কাপুর খান, রানি মুখার্জি, শহিদ কাপুর, শাহরুখ খানসহ বলিউডের একাধিক তারকা।

এছাড়া শাহরুখ অভিনীত ‘জওয়ান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা দুটি সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে। বলিউড কিংয়ের হাতে উঠেছে দাদাসাহেব ফালকের সেরা অভিনেতার পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি।


আরও পড়ুনআসছে শাহরুখের ‘পাঠান ২’!


২০২৩ সালের অগস্ট মাসে অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি মুক্তি পান। বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তালিকায় এখন এক নম্বরে রয়েছে ছবিটি। এ সিনেমার জন্য শাহরুখ পেলেন সেরা অভিনেতার সম্মান। আর সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা।

পুরস্কার হাতে জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান বলেন, জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেছেন। দীর্ঘদিন সেরা অভিনেতার পুরস্কার পাইনি। মনে হচ্ছিল, আমি আর এটি পাব না। সুতরাং আমি খুবই আনন্দিত। আমি পুরস্কার পছন্দ করি, আমি একটু লোভী।

অন্যদিকে ববি দেওল ‘অ্যানিমেল’ সিনেমার জন্য নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

img

অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

প্রকাশিত :  ১৫:১৬, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দিক নামেই বেশি পরিচিত। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরের পর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হেঁচড়া করছেন। এসময় সিদ্দিকে পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’

সিদ্দিককে কোন মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে জানা যায়নি।

বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

সিদ্দিক ১৯৯৯ সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী। মঞ্চে ‘রাজারগল্প’, ‘পেজগি’, ‘বলদ’সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। পরে তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০০৫ সালে দীপংকর দীপনের ‘রৌদ্র ও রোদেলার কাব্য’ নাটকে ‘কাউয়া সিদ্দিক’ চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি।

‘কবি বলেছেন’ নাটকে অভিনয় করে টিভি দর্শকদের নজর কাড়েন সিদ্দিক। পরে ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনির ‘হাউসফুল’ নাটকে ‘সিদ্দিক’ নামে অভিনয় করে প্রশংসিত হন। ‘গ্র্যাজুয়েট’ ও ‘মাইক’ তাকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে।