img

ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৪

প্রকাশিত :  ২০:১৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:১৪, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

 ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৪

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বাধন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবাসিক হোটেল থেকে এই চারজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খাড়ারপাড় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫), জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হিরা মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কুরেশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. উজ্জল আহমদ (২০) ও খুলনা জেলার রুপসা থানার চানমারীবাজার গ্রামের মৃত আরব আলীর মেয়ে ঝর্না বেগম (২০)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

নিজ ঘরে মিলল সিসিক কর্মচারীর লাশ

প্রকাশিত :  ২০:৫৭, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ২১:০৫, ২৯ এপ্রিল ২০২৫

সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


 

সিলেটের খবর এর আরও খবর