রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন
রাজধানীর বেইলি রোডস্থ কেএফসি ভবনের পাশে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। এখনো ভবনে আটকে আছেন কয়েকজন। তাদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনটির দো\'তলায় রেস্টুরেন্টে আগুন লাগার পর তা দ্রুত উপর দিকে ছড়িয়ে পড়ে৷
এই রিপোর্ট লেখার সময় রাত ১০টা ৫০ মিনিটেও রেস্টুরেন্ট থেকে ধোয়া বের হতে দেখা যাচ্ছিলো। অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন যোগে দগ্ধ ও আহত অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত —তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যা