img

রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন

প্রকাশিত :  ১৭:৫৬, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন

রাজধানীর বেইলি রোডস্থ কেএফসি ভবনের পাশে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। এখনো ভবনে আটকে আছেন কয়েকজন। তাদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনটির দো\'তলায় রেস্টুরেন্টে আগুন লাগার পর তা দ্রুত উপর দিকে ছড়িয়ে পড়ে৷

এই রিপোর্ট লেখার সময় রাত ১০টা ৫০ মিনিটেও রেস্টুরেন্ট থেকে ধোয়া বের হতে দেখা যাচ্ছিলো। অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন যোগে দগ্ধ ও আহত অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত —তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যা

img

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শহীদ আবু সাঈদ

প্রকাশিত :  ১৩:৫৪, ১৪ অক্টোবর ২০২৪

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘শহীদ আবু সাঈদ’।

সোমবার (১৪ অক্টোবর) এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরিবারকে দেওয়া অর্থনৈতিক নিশ্চয়তার প্রতিশ্রুতি পূরণ হলেও ওই ব্যক্তিটিই আর নেই। 

পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল- ২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

১৮ আগস্ট আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।